Friday, August 7, 2015

বৃষ্টি আসে

বৃষ্টি আসে
............ ঋষি
============================================
বৃষ্টি আসে
আকাশের গায়ে শৈশবের জলছবি।
ভাঙ্গা মাউথারগান ঠোঁটে সিম্বলিক শট রাজেশখান্না গাইছেন
মেরে সপ্ন কি রানী কব আওয়োগী তুম।
ঘুম ভেঙ্গে দেখি
সামনে পড়ার টেবিলে স্তুপ হয়ে আছে টুকরো শৈশব।

কোনদিকে দাবানল ,কোনদিকে অবিশ্বাসী ঠোঁট ,মাটির  প্রদীপ
শূন্য ভাঁড়ার তলে জমতে থাকে সংসার।
ফুরিয়ে যাওয়া মুহুর্তদের সাথে সঞ্জীব কুমার গাইছেন
তেরে বিনা জিন্দেগিমা কোয়ী শিকবা তো নেহি।
অদ্ভূত এক আলস্য ছড়িয়ে পড়ে শরীরে
জমতে থাকে বিভিন্ন স্তরে আস্তরণ।
অসংখ্য মুখ ,অসংখ্য ভালোলাগা  একে অপরের সাথে
সর্ষের তেল ,আলুসেদ্ধ ,আর ভাত,
সঙ্গে একটু ভাজা ক্ষতি কি।
জীবন কাটতে থাকে
সামনে খোলা জানলা দিয়ে অনবরত বৃষ্টির ছাট
চোখে মুখে লেগে থাকে ভিজে ইচ্ছা।

বৃষ্টি আসে
আকাশের কালো মেঘে কোথাও লোকানো চলে যাওয়া।
অমিতাভ বচ্চন তার আপন স্টাইলে  গাইতে থাকেন
কিসি বাতপর মে কিসিসে খাফা হু ,ম্যা জিন্দা হু পর।
ঘুম ভেঙ্গে দেখি
সামনে দেখি রৌদ্র ঝলমলে একটা দিন।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...