Saturday, August 1, 2015

চাটো আরো চাটো

চাটো আরো চাটো
.................. ঋষি
==============================================
টিভি বলছে হাসো ,তুমি হাসলে
সবাই কাঁদছে ,তোমাকেও কাঁদতে হবে।
আজব নিয়ম বাবা
নিয়ম নাকি সমাজের কেনা গোলামের মতন।
তাসের পার্টিতে চার পয়েন্টেই থাকে
কখনো চারশো চল্লিশ ভোল্ট হয় না।

নিজেকে নির্ভিকে রেখে
চাটো  যত খুশি নিয়ম ,নক্সা ,সমাজ ,সম্পর্ক।
চেটে চেটে ক্ষয়ে কি গেল
কতটা গেল ?
আজকাল লেজে পা পড়লে ফোস  করার উপায় নেই
তাও ও তো জাপানি তেলের অধীনে।
মোবাইল ডাকলে তুমি বকবে
অচেনা উল্টো সেক্সে তুমি সহ্য করবে।
চাটো আরো জোরে চাটো
নিজেকে নিজস্বি করে দেওয়ালে টাঙিয়ে রাখো।

অতএব বিন্দাস থাকো,প্রেম করো ,শরীর করো
ক্যাটরিনা কাইফকে  NAUGHTY  বলো।
হাসো আরো হাসো ,পাগলা গারদ কোথাই আছে
নেই কো মোদের জানা।
চাটো আরো চাটো বাটারের ওপর ঘি ,তার পর মাংস
বদহজম হলে আমাকে বলো না প্লিস। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...