ঈশ্বর ও নারী
....... ঋষি
==================================================
ঈশ্বর ইভকে পাঠালেন
আদম আজও একা তাই।
ঈশ্বর ইভকে নারী করে পাঠালেন
কারণ জন্ম। জন্মান্তরে গল্পগুলো। শহর নগর
সব একা তাই।
তারপর সভ্যতার মেইন স্ট্রিমে যুক্ত পুরুষ তান্ত্রিক এক দানবের।
.
তারপর এই সময় ঈশ্বর জন্ম দিলেন পাপ
জন্মদিলেন লোভ ,জন্ম দিলেন মানুষে হিন্যতা আর সেই বিষ আপেল ফল।
ঈশ্বর ক্রমশ অনুভব করলেন পুরুষ দন্ড বিধাতা
পুরুষ এমন এক শ্রেণী যে ইচ্ছে করলেই কেড়ে নিতে পারে নারীর সম্ভ্রম।
ঈশ্বর তখন পুরুষের সাথে এক মত
বোধহয় ঈশ্বর তখন কোনো পুরুষের শরীরে।
শুরু হলো ধর্ষণ ,শুরু হলো অত্যাচার ,শুরু হলো শৈশব গুড়িয়ে নারীদের সংসার
সবটাই ভীষণ সিস্টেমেটিক প্রসেসে এগোতে লাগলো।
নারীরা মা হলেন ,ক্রমশ লোকসংখ্যা বাড়ছে পৃথিবীতে মানব দূষণ
শেষ হয়ে শুরু হতে লাগলো নতুন কালো আরো শতাব্দীর।
কিন্তু প্রশ একটা থেকেই যাচ্ছে ঈশ্বর কি সত্যি এত স্বার্থপর
যে নারীকে আজও রমন যোগ্য রমণী করে রেখে দিলো।
.
ঈশ্বর ইভকে পাঠিয়েছিলেন ঠিক
তবে তা পৃথিবী সৃষ্টি করতে ,মানব জাতির কল্যানে।
কিন্তু পিছনে একটা কারণ ছিল প্রেম।যা সবথেকে কমদামি আজ।
তারপর গল্পটা সবার জানা
পুরুষ তান্ত্রিক সমাজে নারী একজন ভোগ্য ,একটা প্রয়োজন শুধু পুরুষের
তবে কিসের আজকের নাটক " নারী দিবস " ।
....... ঋষি
==================================================
ঈশ্বর ইভকে পাঠালেন
আদম আজও একা তাই।
ঈশ্বর ইভকে নারী করে পাঠালেন
কারণ জন্ম। জন্মান্তরে গল্পগুলো। শহর নগর
সব একা তাই।
তারপর সভ্যতার মেইন স্ট্রিমে যুক্ত পুরুষ তান্ত্রিক এক দানবের।
.
তারপর এই সময় ঈশ্বর জন্ম দিলেন পাপ
জন্মদিলেন লোভ ,জন্ম দিলেন মানুষে হিন্যতা আর সেই বিষ আপেল ফল।
ঈশ্বর ক্রমশ অনুভব করলেন পুরুষ দন্ড বিধাতা
পুরুষ এমন এক শ্রেণী যে ইচ্ছে করলেই কেড়ে নিতে পারে নারীর সম্ভ্রম।
ঈশ্বর তখন পুরুষের সাথে এক মত
বোধহয় ঈশ্বর তখন কোনো পুরুষের শরীরে।
শুরু হলো ধর্ষণ ,শুরু হলো অত্যাচার ,শুরু হলো শৈশব গুড়িয়ে নারীদের সংসার
সবটাই ভীষণ সিস্টেমেটিক প্রসেসে এগোতে লাগলো।
নারীরা মা হলেন ,ক্রমশ লোকসংখ্যা বাড়ছে পৃথিবীতে মানব দূষণ
শেষ হয়ে শুরু হতে লাগলো নতুন কালো আরো শতাব্দীর।
কিন্তু প্রশ একটা থেকেই যাচ্ছে ঈশ্বর কি সত্যি এত স্বার্থপর
যে নারীকে আজও রমন যোগ্য রমণী করে রেখে দিলো।
.
ঈশ্বর ইভকে পাঠিয়েছিলেন ঠিক
তবে তা পৃথিবী সৃষ্টি করতে ,মানব জাতির কল্যানে।
কিন্তু পিছনে একটা কারণ ছিল প্রেম।যা সবথেকে কমদামি আজ।
তারপর গল্পটা সবার জানা
পুরুষ তান্ত্রিক সমাজে নারী একজন ভোগ্য ,একটা প্রয়োজন শুধু পুরুষের
তবে কিসের আজকের নাটক " নারী দিবস " ।
No comments:
Post a Comment