Thursday, March 23, 2017

বেনামি চিঠি

বেনামি  চিঠি
......... ঋষি
===============================================
যতুটুকু বেড়ে চলা সংযম
ভেঙে যাওয়া সম্পর্কের হদিস লেগে কলিংবেলে।
কে যেন এসে দাঁড়ায় আমার দরজায়
কোনো প্রেয়সীর পাওয়া শেষ চিঠি এনভেলাপে আঠা।
এনভেলপ ছিঁড়ি
তারপর শব্দের স্তূপে শুয়ে থাকা ভাবনার মৃতদেহ।

কে প্রথম কথা বলেছিলাম
কে প্রথম কাছে এসেছিলাম এই সব সম্পর্কের যত সাজানো আবদার।
যদি আবদার এত থাকে
তবে সম্পর্ক কোথাও দাঁড়িয়ে ভায়োলিন বজায় নিজের কষ্টে।
বারংবার সিস্টেমে স্ট্রিং ছিঁড়ে যায় ,কিন্তু মিউজিসিয়ান আবার জোড়ে
কারণ প্রতিটা সম্পর্কের ফাঁকে কিছু কথা না বলা থাকে।
কারণ প্রতিটা সম্পর্ককের ফাঁকে ইচ্ছাদের ডানা মেলা থাকে
আর তখনি সম্পর্ক আকাশে ওড়ে।
যখন বেসুরো ভায়োলিনের টুকরোগুলো, ইচ্ছাগুলো
ক্রমশ ছড়াতে থাকে ভাবনায় যেন ছেঁড়া চিঠির অজস্র ভাগ।

যতটুকু বেড়ে চলা সংযম
জুড়ে থাকে শেষ তারের অসংখ্য আবদার।
আমার দরজায় কে যেন কড়া নারে ,বারংবার কলিংবেল বাজে
কিন্তু সম্পর্ক জানে না দরজা খোলা থাকে চিরকাল।
সম্পর্ক জানে না  হৃদয়ের মাটিতে অজস্র ছোট ছোট পিঁপড়ের বাস
কুট কুট শুধু কামড়াতে থাকে।    

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...