নিরুপায়
.......... ঋষি
============================================
ভালোবাসা শব্দটা শুনলেই আজকাল
কেমন বাজারের কথা মনে পরে।
মনে পরে সরু ওয়ান ওয়ে গলি নর্দমা পেরিয়ে সামনে সমুদ্র
আর সূর্য ওঠার প্রতীক্ষা।
কেন জানি মনে হয়
ভালোবাসার সারা শরীরময় দগদগে ঘা প্রতীক্ষা।
কেউ হারিয়ে যায় ঠিক
কারণ সকলেই হারাতে চায় কোনো গভীর অস্তিত্বের মেলবন্ধনে।
সেই বিশাল এক পুস্করিণীর জলে ঢিল তুলে ঢেউ তোলা
এ সময় ঢেউ তো ওঠে কিন্তু স্পর্শ করে না।
স্পর্শ করে না বুকের ডুগডুগিতে সিম্ফনির সেই ক্ষীণ তরঙ্গগুলো
বরং একটা বিছানা ,বালিশ ভালোবাসার সাক্ষী হয়।
আর প্রেমিকার মুখ যেন আকাশের চাঁদের মতো অপেক্ষা
তবু কেউ রয়ে যায়।
হৃদয়ের কফিনে শুয়ে থাকা মিষ্টি বেদনার মতো
ঘড়ির কাঁটায় সময় বাড়তে থাকে ,বাড়তে থাকে সম্পর্কের হাজারো মুখ
তবু অসময় একাকী বড় মনে পরে তোমায়।
ভালোবাসা শব্দটা শুনলেই আজকাল
কেমন আজকাল নিজেকে বড় প্রাগৈতিহাসিক লাগে।
আজকাল রেমেকি বাজারে বড় সস্তায় ফেরিওয়ালা হাঁকে প্রেম
আর ভালোবাসা সেই পণ্যের ঝিকিমিকি রঙিন কাগজ।
সকলেই রঙে মগ্ন হয়ে বাইরেটা দেখে
ভিতরে কোথাও ভালোবাসা পচে মরে যায়।
.......... ঋষি
============================================
ভালোবাসা শব্দটা শুনলেই আজকাল
কেমন বাজারের কথা মনে পরে।
মনে পরে সরু ওয়ান ওয়ে গলি নর্দমা পেরিয়ে সামনে সমুদ্র
আর সূর্য ওঠার প্রতীক্ষা।
কেন জানি মনে হয়
ভালোবাসার সারা শরীরময় দগদগে ঘা প্রতীক্ষা।
কেউ হারিয়ে যায় ঠিক
কারণ সকলেই হারাতে চায় কোনো গভীর অস্তিত্বের মেলবন্ধনে।
সেই বিশাল এক পুস্করিণীর জলে ঢিল তুলে ঢেউ তোলা
এ সময় ঢেউ তো ওঠে কিন্তু স্পর্শ করে না।
স্পর্শ করে না বুকের ডুগডুগিতে সিম্ফনির সেই ক্ষীণ তরঙ্গগুলো
বরং একটা বিছানা ,বালিশ ভালোবাসার সাক্ষী হয়।
আর প্রেমিকার মুখ যেন আকাশের চাঁদের মতো অপেক্ষা
তবু কেউ রয়ে যায়।
হৃদয়ের কফিনে শুয়ে থাকা মিষ্টি বেদনার মতো
ঘড়ির কাঁটায় সময় বাড়তে থাকে ,বাড়তে থাকে সম্পর্কের হাজারো মুখ
তবু অসময় একাকী বড় মনে পরে তোমায়।
ভালোবাসা শব্দটা শুনলেই আজকাল
কেমন আজকাল নিজেকে বড় প্রাগৈতিহাসিক লাগে।
আজকাল রেমেকি বাজারে বড় সস্তায় ফেরিওয়ালা হাঁকে প্রেম
আর ভালোবাসা সেই পণ্যের ঝিকিমিকি রঙিন কাগজ।
সকলেই রঙে মগ্ন হয়ে বাইরেটা দেখে
ভিতরে কোথাও ভালোবাসা পচে মরে যায়।
No comments:
Post a Comment