Friday, March 24, 2017

নিয়মিত অভ্যেস

নিয়মিত অভ্যেস
.......... ঋষি
==========================================
ভাঙবো বলে দুহাজারবার নিজেকে টুকরো করি
আবার অদ্ভুত ব্যাপার জোড়া লাগে দীর্ঘশ্বাস নীরবতার সাথে।
আমি সামনে দাঁড়িয়ে দেখি ক্রমশ ঘুমন্ত আলো
আজকাল ইনবক্সে জমে থাকে নীরব কিছু ফিসফিস।
আমার একলা লাগে না আর
শুধু মনে হয় ভেঙে ফেলি সাজানো সকল নকল আবদার।

ভাঙবো বলে নিজেকে দাঁড় করে চেনা আয়নায়
একটা জোকার চিরকালের মতো আমার দিকে তাকিয়ে হাসে।
কিন্তু কাঁদতে পারে না
ব্যাকরণে লেখা আছে জোকাদের কাঁদতে নেই.
সার্কাসের শেষ বাঁশটা যতক্ষণ মাঠে পরে আছে
ততক্ষন খেলা চলছে।
আর খেলা শেষ হবার পরেও অদ্ভুত জোকার
আমি হাসতে থাকি।
বুকের ভিতর জমতে থাকা সমক্রিয়াগুলো সব রেলিং ধরে দাঁড়ায়
বুকের ভিতর লাফিয়ে ওঠে পিংপং সভ্যতা
হাসতে থাকো সময়।

ভাঙবো বলে দুহাজার বার কম করে নিজেকে টুকরো করি
আবার অদ্ভুত ব্যাপার এক নিঃশ্বাসে লেগে থাকে সময়ের সফর।
সফর শেষে বাড়ি ফিরি ,একই দরজা ,একই পরিজন
নিজের কাছে ফিরে জোকার আয়নায়।
ঠিক হাসতে থাকে পাগলের মতো
তারপরটুকু শুধু না বলা কিছু নিয়মিত অভ্যেস। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...