Friday, March 10, 2017

হা বসন্ত

হা বসন্ত
........ ঋষি
==========================================
বসন্ত এসে গেছে
কি হবে বসন্ত আসে নির্বিকারে পলাশের ফুলে।
কি হবে বসন্ত এসে সময়ের  তাড়নায় এক পেট তাড়া
ছুটছে তো সবাই।
ছুটছে শহর ,নগর ,বন্দর আর আকাশের চাঁদ, তারা
কার কি এসে  যায়।
.
কি হবে বসন্ত এসে ময়দান ,ভিক্টোরিয়ায় ভিড় পার্কের বেঞ্চে
পাশাপাশি বসা কপোতকপোতি আবিরের স্বপ্নে।
আমারও কি বসন্ত আসে নি দু এক বার
ছাতার তলায় ঘন হয়ে বসে উত্তাপের বুক আর তোর মুখ।
আর তারপর
ঘাম আর সমান্তরালে চলা প্রেমের সুখ।
প্রেম তো স্থির থাকে নি কখনো
বদলাতে বদলাতে কখন যেন এক তাল মাংসের তন্দুরি হয়ে গেছে
কপাৎ করে গিলে এখন অবাক দিন যাপন
হা বসন্ত।
.
বসন্ত এসে গেছে
ছুটছে সময় আর দুচার খানা প্রেম শহরের রাস্তার আনাচে কানাচে।
আমি শুধু দাঁড়িয়ে দেখি ভিড়ের মাঝে ছোটাছুটি যন্ত্র মানুষ
ছোটাছুটি মানুষের অস্তিত্ব নির্ভরশীল খিদে।
সময় এসে লাথ মারে পেছনে, বলে ভাগ শালা
খিদে নিয়ে পেতে  প্রেম মারাতে গেছে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...