অসমাপ্ত কবিতা
.......... ঋষি
===========================================
খবর ছিল আজ সারাদিন মন ভালো নেই
খবরে প্রকাশ সেই দুঃখবিলাসী মেয়েটা আজ সারাদিন একলা।
বাইরের বৃষ্টি আসবে বলেও আসছে না
চাপা গরম।
বারান্দায় সদ্য শুরু একটা সকাল নিজের মতো গতিতে
ঘুম ভাঙছে কিন্তু মন ভালো নেই।
আজকাল শহরের নাগিরিকত্বে
স্বামী ,স্ত্রী আর একমেয়ে একটা লিরিকের মতো ছোট ছোট সংকল্প।
শহরের আদিম গহ্বরে সারাক্ষন খিদে
মেয়েটার অনেকগুলো গল্প আছে ঘরে ,বাইরে ,মাঠে ঘাটে।
আছে অনেকগুলো প্রশ্ন
দৃশ্যের বাইরে দাঁড়িয়ে দৃশ্য দেখার ধৃষ্টতা করছে কবি।
জানতে চাইছে
এই দুঃখবিলাসী মেয়ে কেমন তোর জীবন ?
কেমন তোর বেঁচে থাকা ?
ঠিক কতটা নগর তুই স্থাপিত করলি নিজের চারদেয়ালে
আর ঠিক কতটা নগ্ন তুই আয়নায়।
খবর ছিল আজ সারাদিন মন ভালো নেই
খবরে এই মাত্র জানা গেলো মেয়েটা পালিয়ে ফিরছে খোলা দরজায়।
বাইরে এখন মারাত্নক রৌদ্র
বারান্দা দিয়ে সামনে সরতে থাকা জীবনগুলো ধারাবাহিক।
কবি লিখছে তার শেষ কলমে
এটা একটা সম্পূর্ণ কবিতা হতে পারতো কিন্তু এখনো অসমাপ্ত।
.......... ঋষি
===========================================
খবর ছিল আজ সারাদিন মন ভালো নেই
খবরে প্রকাশ সেই দুঃখবিলাসী মেয়েটা আজ সারাদিন একলা।
বাইরের বৃষ্টি আসবে বলেও আসছে না
চাপা গরম।
বারান্দায় সদ্য শুরু একটা সকাল নিজের মতো গতিতে
ঘুম ভাঙছে কিন্তু মন ভালো নেই।
আজকাল শহরের নাগিরিকত্বে
স্বামী ,স্ত্রী আর একমেয়ে একটা লিরিকের মতো ছোট ছোট সংকল্প।
শহরের আদিম গহ্বরে সারাক্ষন খিদে
মেয়েটার অনেকগুলো গল্প আছে ঘরে ,বাইরে ,মাঠে ঘাটে।
আছে অনেকগুলো প্রশ্ন
দৃশ্যের বাইরে দাঁড়িয়ে দৃশ্য দেখার ধৃষ্টতা করছে কবি।
জানতে চাইছে
এই দুঃখবিলাসী মেয়ে কেমন তোর জীবন ?
কেমন তোর বেঁচে থাকা ?
ঠিক কতটা নগর তুই স্থাপিত করলি নিজের চারদেয়ালে
আর ঠিক কতটা নগ্ন তুই আয়নায়।
খবর ছিল আজ সারাদিন মন ভালো নেই
খবরে এই মাত্র জানা গেলো মেয়েটা পালিয়ে ফিরছে খোলা দরজায়।
বাইরে এখন মারাত্নক রৌদ্র
বারান্দা দিয়ে সামনে সরতে থাকা জীবনগুলো ধারাবাহিক।
কবি লিখছে তার শেষ কলমে
এটা একটা সম্পূর্ণ কবিতা হতে পারতো কিন্তু এখনো অসমাপ্ত।
No comments:
Post a Comment