Monday, March 6, 2017

পলাতক

পলাতক
............ ঋষি
=====================================
হঠাৎ বলছে পালিয়ে যাবো
অস্থির পায়চারী বারান্দাটা এখন বিশাল সমুদ্র।
বলছে জলের মধ্যে যাবো
অস্থির সময়ের দরজায় গলাজল নিয়ম।
জীবন বলছে আরো দূরে
হাত ধর এক ফালি নৌকা আর স্বপ্নের ঘর।

ঘরের ভিতর ঘর চলন্তিকা
তোর কনসেপ্টে চতুর্ভুজের এক ফালি শেওলা রঙের জীবন।
অপেক্ষা করছি তো চিরকাল
চিরকালীন আমার কাছে সময় বড় ফ্যাকাসে।
একটা বোরখা ঢেকে ভদ্রলোক পথ চলছে হাতে নিজস্ব আয়নায়
আয়নার নিয়মে প্রতিবিম্ব।
তার নিয়মে এই সময়ের অভিব্যক্তি সম্পর্কের নকশা
পালাতে ইচ্ছে করছে
জীবন ছেড়ে জীবিতের উদ্দেশ্যে।

হঠাৎ বলছে পালিয়ে যাবো
আদৌও হঠাৎ নয় মশাই মানুষের ভিতর পালানোর প্রবৃত্তির।
বলছে সময় পেরিয়ে যাবো
কোনো কাগজের নৌকায় ভেসে পার হবো চলন্তিকার দূরত্ব।
জীবন বলছে আরো দূরে
তাই প্রানপন এই নৌকার দাঁড় বাওয়া ,, পলাতক আমি। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...