Thursday, March 2, 2017

অপেক্ষার দুপুর

অপেক্ষার দুপুর
.......... ঋষি
===========================================
যদিও কিছু না
তবুও অনেককিছু এই দুপুরের রৌদ্রে মুড়ে আসা।
এই শহর জানে জীবন আর জীবিত থাকার মানে
এই শহর বোঝে অভিনয় আর কারবারের মানে।
শুধু এই টুকু বোঝে না
নগর কোনো প্রাচীন ইটের পরিচয় নয় ,,অস্তিত্ব।

আলিঙ্গন আর আবাহনের মাঝে একটা তফাৎ
যেটা জীবন আর জীবিতের মানে।
প্রত্যাহিত ঘুম থেকে ওঠা চায়ের কাপ আর বিস্কিট
ধোঁয়া ওঠা গতি ,
শুধু নিজেকে নয় আরো অনেককিছু ছুটে মরছে সারাদিন সারাবেলা
এই হৃদয়।
কিন্তু অস্তিত্ব সেও কি বদলায় ?
নগরের একলা দিনে এই অভিনয় সাজে
কিন্তু সেতো একলা থাকা কোনো দুপুর তো নয়।

যদিও কিছু না
তবুও অনেক কিছু থেকে যায় সভ্যতার রেলিং ঘেঁষে।
এতো বিজ্ঞাপন এতো আলোড়ন
উৎসবমুখর সকালগুলো সারাদিনই জুড়ে থাকা।
আর তারপর
সেই একা সামনে একটা অপেক্ষার দুপুর। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...