Sunday, March 26, 2017

ছন্দপতন

ছন্দপতন
............. ঋষি
=================================================
কতগুলো ছন্দপতন কবিতা হয়ে যায়
অনেকটা একা থাকা এই শহরে এক  একটা কাব্য নিজের কাছে।
সামনের  ঋতু  পরিবর্তনগুলো নিরালায় এক একটা স্পেস  শহরের বুকে
বদলানো সময়ের লাবণ্যের ঠোঁটে চুমু খায় বেঁচে থাকা।
দুঃখ আছে এই শহরে ,সময়ের দুঃখ
নিজের গভীরে কোথাও জমে থাকা শেওলা নর্দমার পাশে।
.
এখনও শরীর বদলায়, শরীরে শরীর লেগে উঠে আসে ঘাম
রোদের সাথে রুমালের সফিস্টিকেটেড  পারফিউম
 চুমুতে ঢাকা পড়ে নিরাভরণ শহর।
এই শহরে কেউ কারো ঠিকানায় ফেরেনা ,হয়তো কেউ কেউ ফেরে
কিন্তু বুকের দরজাগুলো  খোলা থাকে সোনালী সকালে।
নদীর বুকে ভাসবেন ডিঙি নৌকাগুলো
শেষ ফিরে আসার খবর লিখে রাখে না অফিস ফেরত আরোহীর ক্লান্তিতে।
ক্লান্ত শহর খাবি খায় তবু  এখনও ভাগ্যবান প্রেমিক খুঁজে চলে আদোরে  প্রেম
প্রেম তো রোজবদলায়  রিকশার প্যাকপ্যাকে হাত রেখে।
হাজার ,হাজার শিহরণ , কত কত বেকার দুই হাত স্বপ্ন আঁকড়ায়
স্বপ্নের  লাবন্য ফুরোতে থাকে বেকার রাতে ছোট ছোট ইনবক্সে।
শহরের ব্লাউজ ঠেলে বেরিয়ে আসে জান্তব দাগ
পুড়ে যাওয়া সহজ এই শহরে ,কৃত্রিম ফার্নেস ভবিতব্য লেখা।

কতগুলো ছন্দপতন কবিতা হয়ে যায়
শহরের ওজন, বেড়ে যায় তোমার বুক-কোমরের মাপে অন্য আলাপন।
বিছানা বদল খুঁজে চলা শান্তির ওম পরম মুহূর্ত
এই শহরে প্রেম শুধু কবিতা আর কাব্যে থাকে।
ঘুমের মধ্যে  অনভ্যাস্ত হিরিকে মেদ বাড়ে ,বাড়ে ব্লাড প্রেসার,
কোমরে বুকে জমা হয় থেতলানো চর্বি-আলো জ্বলে, আগুন নয়।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...