Monday, March 20, 2017

বাঁচবার লোভ

বাঁচবার লোভ
.......... ঋষি
=======================================
একটা মুক্তির খোঁজ
সময়ের দরজায় দাঁড়িয়ে ভিখিরীটা আশ্রয়হীন।
নিজের মতো বাড়ানো সিলভারের বাটিতে অজস্র খিদে
খিদে গড়িয়ে নামে মানুষের চোখে।
বাঁচার তাগিদে চলতে থাকা দৈনন্দিন আর ব্যস্ততার সাথে
কোনো সন্ধি নয় ,একটা খোঁজ।

খোঁজ
জীবনের বিনিময়ে আকাশের সূর্যের প্রথম কিরণ।
কেউ হয়তো নিয়মিত সূর্য প্রনামে বাঁচতে চায়  আরেকটু বেশি
আমার মতো কেউ ,কেউ বাঁচার তাগিদে কলম চালায়।
কলমের নিবে গড়িয়ে রক্ত
না বলা কথা ,সমস্ত যন্ত্রনাদের সারি দিয়ে চলা পিঁপড়ে
ঠিক কবিতার মতো।
মস্তিষ্কের প্রায় ভাঁজে অজস্র পুড়তে থাকা সূর্য ,অজস্র খিদে
আরো জ্বালানি ,আরো আগুন।
হাসতে হাসতে ফুরোতে থাকা সেই পাগলা ভিখারীটা
রোজ রাত্রে স্বপ্ন কেনে।

একটা মুক্তির খোঁজ
সময়ের দরজায় হাত বাড়ানো প্রতীক্ষা।
পথ চলতি কত লোক তাকিয়ে দেখে ,দু চারজন ভিক্ষা ছুঁড়ে দেয়
কিন্তু ভিখিরীটা চিরকাল একইরকম ,একই বাসস্ট্যান্ড,একই স্টপেজ
কিছু বদলায় না
না বদলায় আমৃত্যু ভিখিরীর বাঁচবার লোভ।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...