Sunday, March 5, 2017

জমা ছাই

 জমা ছাই
.......... ঋষি
========================================
যে আগুনে সময় লিখেছিলাম
আজ শুধু জমা ছাই আর অভিমান।
নিরুত্তর মোমবাতির গলা মোম ছোপ ছোপ দাগ
কোনোদিন পুড়েছিল।
আজ শুধু আলোর কথা মনে  রাখা
অন্ধকার টুকু লোকানো থাক।

এই শহরের ইতিহাস লিখতে বসলে বস্তা পচা শুধু জন্ম বিবরণ
এই শহরে রোদ আছে ,পোড়া আছে ,আছে সানস্ক্রিন ,আছে ছায়া।
এই শহরে বৃষ্টি হয়,এই শহরের তৃষ্ণা হয় ,
এই শহরে আইসক্রিম গরমে চুটিয়ে বিক্রি হয়.
বিক্রি হয় সভ্যতার সব আবরণে ঢাকা মুখোশ
অজস্র লুকোনো দাগ সারা বুকে।
এই শহর থামতে শেখে নি ,কাঁদতেও না ,হাসতেও না
শুধু অনুভবগুলো ভুলে গিয়ে সিস্টেমেটিক ,ডিসিপ্লিন কোনো মেট্রো সিটি।
এই শহরে আমি জন্মেছিলাম
তাইতো আজ এতো আগুন এই বুকে।

যে আগুনে সময়ে লিখেছিলাম
আজ শুধু জমা ছাই আর অবশেষে জীবনের বাকিটুকু।
মোমবাতি মিছিলের শেষে সারা শহর ঘরে ফিরে গেছে
দৈনন্দিন চতুর্ভুজের মাঝে নিজেকে বেশ মিশিয়ে রেখেছে।
আমি পারি নি
তাই জমা ছাই আর প্রচুর আগুন এই বুকে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...