Wednesday, March 15, 2017

আর বাকিটা

আর বাকিটা
..... ঋষি
==========================================

মন্দ বলে নি সময়
মন্দ করেছে লোকে ,করেছে নষ্ট।
পাঁচ মাথার মোড়ে আমার প্রিয় নায়িকার সিনেমার পোস্টার নেই
আসলে সিনেমার  পোস্টার চিরতরের নয়।
কিছু পোস্টার
চিরকাল জীবনের দেওয়ালে আটকানো অস্তিত্বের মতো।

সেই টলমলে পায়ে হেঁটে চলা শিশু
আর সেই বৃদ্ধ বালক আজও এগিয়ে চলে ভবিষ্যতের সন্ধানে।
তবু শহরে নোংরা নর্দমা আছে
আর দগদগে ঘা কিছু নিরন্তর না শুকোনো বায়না।
মানুষগুলো হায়নার মতন রক্তের সন্ধানে ,খিদে খোঁজে ফেরে
সময় একরাশ নিস্তব্ধতা নিয়ে মানুষের পিছে ঘরে।
কিছুই নষ্ট নয় ,কিছুই মন্দ
শুধু ভাবনা নষ্ট হয় ,ভাবনা হয় মন্দ।
আর বাকিটা
কর্পোরেশনের খোলা ট্যাপের জল
সোজা বয়ে চলে ঠিকানায় ,সেটা নর্দমায় হোক কিংবা যাতনা।

মন্দ বলে নি সময়
শুধু নষ্ট এই সময়ে ইকিরমিকির বায়না।
ওপাড়ার পুস্পা আজও জানলা ধরে থাকে বাঁচার আশায়
আর অনামী রাজেশ খান্না কিশোরের গলায় গেয়ে ওঠে।
কুচ তো লোগ কেহেঙ্গে,লোগোকে কাম হ্যা কেহনা
ছোড়ো বেকারকি বাতমে ,ক্যাহি বিত না জায়ে রেহনা।


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...