রোজ সন্ধ্যে
..... ঋষি
=========================================
রোজ যন্ত্রনা দেখি
তোর চোখ ,মুখ বেয়ে নামতে থাকে কালো ছায়া।
সন্ধ্যে হয়ে যায় জানিস
সে তো নিয়মিত শহরের ব্যস্ততায় নাগরিক জীবন।
তবুও সময় খোঁজে স্পর্শ
বোধ হয় তাকে প্রেম বলে অথবা প্রণয়।
তোর নাভির জমে আছে অমৃত
ঈশ্বর নেমে যায় নিচে আরো গভীর জঙ্গলে।
মন্দিরেও পুজো দেয় পুরোহিত
হাতে ঢং ঢং করে বাজতে থাকে সম্পর্কের ঘন্টা ক্ষনিকের।
পুজো হয়ে যায়
প্রসাদের ফুল পরে থাকে মাটিতে ঠিক তোর মতো দেখতে।
এই বিশ্ব ব্রম্হান্ডে প্রয়োজন ছাড়া গাছের পাতায় পরে না
অথচ বসন্ত বাঁচতে চায় জীবন জুড়ে।
যেমন রাস্তার পাশে কৃষ্ণচূড়া ,রাধাচূড়া রঙিন নিজের আবদারে
তবু সময় ফুরোয়
ফুল তো ঝড়েই যায়।
তোর যন্রণা দেখি
তোর চোখের ভিতর লুকিয়ে বাসা বাঁধে আকাশ।
নীল রং তোর ভীষণ প্রিয়
প্রিয় তোর নীল শাড়িতে দেরাজে সাজানো আদরের রঙে।
তবু তুই ফ্যাকাশে কোনো অবুঝ সকাল
অপেক্ষা করিস প্রতিদিন সন্ধ্যের।
..... ঋষি
=========================================
রোজ যন্ত্রনা দেখি
তোর চোখ ,মুখ বেয়ে নামতে থাকে কালো ছায়া।
সন্ধ্যে হয়ে যায় জানিস
সে তো নিয়মিত শহরের ব্যস্ততায় নাগরিক জীবন।
তবুও সময় খোঁজে স্পর্শ
বোধ হয় তাকে প্রেম বলে অথবা প্রণয়।
তোর নাভির জমে আছে অমৃত
ঈশ্বর নেমে যায় নিচে আরো গভীর জঙ্গলে।
মন্দিরেও পুজো দেয় পুরোহিত
হাতে ঢং ঢং করে বাজতে থাকে সম্পর্কের ঘন্টা ক্ষনিকের।
পুজো হয়ে যায়
প্রসাদের ফুল পরে থাকে মাটিতে ঠিক তোর মতো দেখতে।
এই বিশ্ব ব্রম্হান্ডে প্রয়োজন ছাড়া গাছের পাতায় পরে না
অথচ বসন্ত বাঁচতে চায় জীবন জুড়ে।
যেমন রাস্তার পাশে কৃষ্ণচূড়া ,রাধাচূড়া রঙিন নিজের আবদারে
তবু সময় ফুরোয়
ফুল তো ঝড়েই যায়।
তোর যন্রণা দেখি
তোর চোখের ভিতর লুকিয়ে বাসা বাঁধে আকাশ।
নীল রং তোর ভীষণ প্রিয়
প্রিয় তোর নীল শাড়িতে দেরাজে সাজানো আদরের রঙে।
তবু তুই ফ্যাকাশে কোনো অবুঝ সকাল
অপেক্ষা করিস প্রতিদিন সন্ধ্যের।
No comments:
Post a Comment