Thursday, March 16, 2017

নীরব কয়েক ফোঁটা

নীরব কয়েক ফোঁটা
............. ঋষি
==========================================
নীরব কয়েক  ফোঁটা জল
যখন চোখ বেয়ে পরে তাকে কান্না বলে।
যখন একরাশি জল পাহাড়ের খাঁজ বেয়ে নাম
তখন তাকে নদী বলে।
যে জল দেখা যায় না শুধু হৃদয়ের রক্তে বহে
তাকেই বোধ হয় কষ্ট বলে।

এই ভাবে একদিন কষ্টগুলো বাড়তে বাড়তে সমুদ্রে এসে পরে
মিশে যেতে চায় ,এক অনু অনুভবে
সেটাই তো প্রেম।
কবি আমি প্রেম বুঝি নি কখনো
শুধু গল্প ,কবিতায় পড়েছি অনুভবের সাঁওতালি মহুয়া নেশায়।
চলন্তিকা আমি সত্যি তোমাকে স্পর্শ করি নি কখনো
এই শহরের গভীরে পরিবর্তিত দিন রাত
তোমাকে জ্যান্ত করে দিয়ে যায়।
এইভাবে কোনো একদিন আগুনের চুল্লিতে আমার মৃতদেহ পুড়বে
সেটা কষ্ট নয় হয়তো অভিমানে এক ফোঁটা জল
ঠিক গড়িয়ে পড়বে।

নীরব কয়েক ফোঁটা  জল
কেন যেন অভিমানের মোহে নগ্ন থেকে যায়।
যখন আকাশ বেয়ে বৃষ্টি নামে
আমি আঁচলা পেতে ধরি কিন্তু গড়িয়ে যায়।
কি হচ্ছে এসব
শুধু কোনো কষ্ট আজ হৃদয়ে কাঁদছে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...