Wednesday, March 8, 2017

মৃত্যুর মুখ

মৃত্যুর মুখ
........... ঋষি
=================================================

মাঝে মাঝে আমার মারাত্নক তৃষ্ণা পায়
তৃষ্ণা একটা মৃত্যুর মতো সাজানো সম্ভার।
জীবন আর জীবিতের ফাঁকে যে কটা দিন মানুষের আনন্দের
সেই কটা দিন  ছাড়া ,সময় বড় অবুঝ।
আর কি থাকে বেঁচে ?
তৃষ্ণা হলো মৃত্যুর ওপর নাম।

ভালোবেসে তোকে আমি মৃত্যু বলে ডাকি
বাইলজিকাল সার্ভেতে প্রকৃতির পরিবর্তনগুলো ডিসকোভারীর প্রায় রন্ধ্রে রন্ধ্রে।
নীরবতা যেখানে নিশ্চিন্তে শুয়ে ঘুমোয়
ঠিক সেখানে মাঝরাত্রে আমার ঘুম ভেঙে যায়।
আকাশের সিলিঙে তখন অবিরত উৎপাত
বাইরে তখন নিশুতি রাতে অন্য আকাশে অসংখ্য নীরবতা জ্বল জ্বল করে।
কিন্তু নিজের ভিতর ,কিন্তু ঘরের ভিতর
অজস্র ঘর ফাঁকা ,কেমন একটা কান ফাটানো চকোলেট বোমার শব্দ।
এই আয়না ঘুরে সেই আয়না ,,,মৃত্যুর মুখ
 ডিসকোভারী কি মানুষের মৃত্যুর খবর রাখে।

মাঝে মাঝে আমার মারান্তক তৃষ্ণা পায়
কে যেন নিজের ভিতর একলা গিয়ে দাঁড়ায় এক আকাশ তারাদের মাঝে।
হাত বাড়িয়ে ছুঁতে চায় নীরবতা
তারা সরতে থাকে। কিছু তারা অকারণে ঝরে পরে।
আর কি থাকে বেঁচে ?
নিরুপায় জীবন ঘুমোবার ভান করে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...