Thursday, March 16, 2017

বাঁচতে চাওয়া

বাঁচতে চাওয়া
............ ঋষি
==============================================
আমি ,তুমি আর সকলে শুধু খুঁজছি
নিজেকে
আর সময়ের দরজায় মাথা খোঁটা সময় কাঁদছে ,খুব কাঁদছে
কারণ নিজেকে পাওয়া মানে ঈশ্বর স্পর্শ করা।
আর নিজেকে খোঁজটা আসলে একা থাকা একটা পাগলামি মানুষের
শুধু বাঁচতে চাওয়া।

আমি তো লাশের মিছিল দেখি
সারা সময়ের বুকে তাকিয়ে দেখি হাজারো কোটি জখম
আমি তো শুধু আগুনে পুড়তে দেখি
চুল্লির ভিতরে সবার আগে এক ঝটকায় পুড়ে গেলো মাথার চুল ,তারপর চামড়া
তারপর অস্তিত্ব
ভিজে যাওয়া চোখের পাঠায় হয়তো কেউ তাকিয়ে থাকে
দেওয়ালে টাঙানো ছবিটার দিকে কিছুক্ষন
তারপর
সেই তো সময়ের শুরু আর সময়ের পথে অসংখ্য এস এম এস
হিজ মাস্টার ভয়েস

আমি ,তুমি শুধু সকলে নিজেকে খুঁজি
শান্তি।
কোনো একটা সময় শেখা অভিধানের মানে  একটা নীরবতা
শুধু বইয়ের পাতায় অসংখ্য উচ্চারণ ঈশ্বরের কায়দায়।
তারপর রাস্তার ছড়ানো খৈ আর হরিবোল
একটা বডি এইমাত্র পুড়ে গেলো শ্মশানে ,পরিজন তার অপেক্ষায়।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...