Thursday, March 16, 2017

শুধু ভাবনারা

শুধু ভাবনারা
............. ঋষি
=======================================================

শুধু ভাবনারা দাঁড়িয়ে থাকে
ভালো করে একবার পিছনে ফিরে দেখ সারি দিয়ে সব দাঁড়িয়ে।
সকলেরই জীবনটা একটা সার্কেল
শুধু ঘুরছে ,কিছুটা পাওয়া গেলো এই জীবনে বাঁচার কারণ।
কিছুটা না পাওয়া যেটা কষ্ট
আর তারপর মৃত্যু  শুধু ভাবনারা ঠাই দাঁড়িয়ে পিছনে।

প্রশ্ন করেছিস কখনো নিজেকে
কেন মানুষ পিছনে দাঁড়িয়ে বোবা হয়ে তাকিয়ে থাকে সামনে ?
কেন এক একটা দিন কাটার পর
হাজারো কষ্ট ,হাজারো আনন্দ সত্বেও মানুষ একলা থাকে ?
আমরা যাদের অধিকার বলি
সেই অধিকারগুলো সব বসলেন মুখোশের এক একটা অধ্যায় ?
কিছু কারণ থাকে ,কিছু কারণ বাঁচে
আর কিছু মরে যায় মনের ভিতর ,যেমন মানুষ মরে।
শুধু ভাবনারা ঠাই দাঁড়িয়ে পিছনে
আরো বেশি গভীরে যায় ,ক্রমশ আরো প্রিয় মানুষের।

শুধু ভাবনারা দাঁড়িয়ে থাকে
ভালো করে একবার পিছনে ফিরে দেখ সারি দেওয়া হাজারো মুখ তাদের।
কেউ হাসছে ,কেউ কাঁদছে ,কেউ আবার লড়াই করছে ,কেউ আবার প্রতিদিন মরছে
কে বেঁচে আছে।
জীবন একটা সার্কেল মনীষীরা বলে গেছেন অনেক আগে
কিন্তু এটা কখনো জানা হলো শুধু ভাবনারা কেন দাঁড়িয়ে থাকে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...