Monday, March 20, 2017

অভিশপ্ত কালিমা

অভিশপ্ত কালিমা
................ ঋষি
================================================
সামনে যা দেখি
তা শুধু ছুঁয়ে থাকা মন্বন্তর নিজস্ব ছেলেবেলা।
কিছুটা প্রশ্ন চলন্তিকা তোর নিরালায় লেখা কবিতা
তুই আমার কে ?
প্রশ্ন ছিল ,আছে ,থাকবে এই হিসেবের দুনিয়ায়
শুধু উত্তরটা অনুচ্চারিত কোনো অভিশপ্ত কালিমা।
.
হাজারো বছর পরে
পৃথিবীর  পথ ঘাট পাল্টে অন্য এক নতুন দুনিয়ার  বাসিন্দা মানুষ।
শুধু ভুলে যাবে
কেউ কি বেঁচে থাকে চিরকাল ?
জীবনটা যদি কোনো বই হয়, পড়া হয়ে গেলে কোনো বুকশেলফে ধুলো
প্রপিতামহের জমিতে তখন ধুলো ঢাকা তাজমহল।
এইভাবে সব তো হারাবে
আমিও ,,তুইও চলন্তিকা।
শুধু প্রশ্নটা বুকের গভীরে ফুপিয়ে ওঠা কান্না
তুই আমার কে চলন্তিকা।
.
একটা আকাশ ভেঙে পড়বে
একটা আকাশ সারা অস্তিত্ব মাতিয়ে ফিসফিস আগুন লাগিয়ে যাবে।
তুই পুড়বি।পুড়বো আমিও
পুড়বে সময়ের গায়ে লেগে থাকা তোর বুকের তিল।
আমি শুধু স্বপ্ন দেখে যাবো
তুই চলন্তিকা আমার স্বপ্নে  পুড়তে থাকা সিগারেটের আগুন।
.
(বিদ্রঃ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক)

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...