Monday, March 6, 2017

কিছু কথা

কিছু কথা
.................. ঋষি
============================================
সবকথা বলে দিলে
কিছু কি বাকি থাকে না কিছু একা থাকে। .
সমস্ত মৃত প্রায় পোশাকগুলো খুলে ফেলে একলা দাঁড়িয়ে থাকা
এটা কোনো উপহার নয় নিরুপায়।
পায়ে ছেঁড়া চটি ,শেষ না হওয়া দুর্গম পথ
এটা কোনো উপসংহার নয় ,বেঁচে থাকা জীবন।

অনেক গুলো গালাগাল জমে আছে বুকের কেবিনেটে
অশ্লীল কিছু সামাজিকতা বুকে কাঁটা তারের বেড়া অন্ধকার নেমে আসা।
চেনা রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়ে পরা
এটা অভ্যেস।
অভ্যেস অস্তিত্বের ভিতে লেগে থাকা পুরোনো শেওলার নাম
কেতাবি শহরের ব্যারিকেড দিয়ে থাকা সবুজায়ন।
বড়ো বড়ো স্ক্যাইক্যাপার গুলো আকাশ ছাড়িয়ে লেগে থাকে আকাশের গায়ে
আকাশের কি কষ্ট হয় না ?
কষ্ট হয় না নিজেকে আরো কৃত্রিম দেখতে
নিজেকে নিজের আয়নায়।

সবকথা বলে দিলে
কিছু কি থাকে বাকি একা তোকে পাওয়ার জন্য।
সমস্ত মৃত অধিকারের ভিড়ে মিশে থাকা স্পর্শের বুকে
আমার আলোড়ন।
কিছু থাকুক আর না থাকুক ,আবরণ কি নিরাভরণ
সময় সর্বদা প্রেমে নগ্নই হয়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...