Friday, March 10, 2017

লাল নীল সবুজ


লাল নীল সবুজ
......... ঋষি
==========================================
একটা গোলাপি ওড়না উড়ছে আকাশে
তোমার মতো করে বলতে গেলে ফাগুনের আদর।
এক একটা দিন যেন  সূর্যের থেকেও লাল,
সুড়কির রাস্তা অথবা লাল মাটির দেশে মনটা বড়ো টানে।
 তোমার সিঁদুরের চেয়েও  দামি একটা দিন মাঝে মাঝে
ঘুমিয়ে পরে হেঁটে চলে যায় ,ঘুমের ভিতর।

তখন স্বপ্ন দেখি লাল ওড়নাটা আকাশে উড়ছে চলন্তিকা
কোনো অবয়ব ফুটে ওঠে না।
ক্যালেন্ডার মাফিক বসন্ত চলে এলো আবারও ফাগুন হাওয়ায় কাঁপে শিরা উপশিরা
কিন্তু একবারও বিশ্বাস করো চলন্তিকা ঘুম ভাঙে না আমার।
পথের ধারে হলুদ হয়ে ওঠা গাছগুলো জানিয়ে দিয়েছে তুমি এসেছ মহাসমারোহে
পলাশ,কৃষ্ণচূড়া ঝুঁটিতে বেঁধে,
আবীর মেখেছ লাল, শুরু হয়েছে বসন্ত নৃত্যে।
ঘুমের ঘরে হঠাৎ করে  চমকে দিয়ে আমাকে তুমি বললে
 'এসেছি রে আঁখি তোল'
 "স্থলে জলে বনতলে" লাগলো লাগলো দোল !

একটা নীল  ওড়না উড়ছে আকাশে
তোমার মতো করে বলতে গেলে অনেকটা রঙিন স্পর্শ।
কত যে স্পর্শ  সবুজ ,লাল ,নীল খোলা আকাশ
কে যেন আবার কানে কানে বলছে
"রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে ,রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল , " দ্বার খোল দ্বার খোল"।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...