Monday, March 27, 2017

যদি একবার

যদি একবার
.......... ঋষি
========================================
রোজ তিল তিল করে মরবার জন্য তৈরী করছি নিজেকে
এ মৃত্যুতে কোনো পাপ নেই।
আছে বেঁচে থাকার খিদে চলন্তিকা তোমার মাঝে
রোজ  আচমকা এগিয়ে গিয়ে রেড স্যিগনালে রাস্তা ক্রস করছি।
যদি একবার ,যদি একবার
মৃত্যু এসে ঠোঁট রাখে আমার মৃত ঠোঁটে।

সন্ধ্যের তাড়নায় ফিরে যাওয়া  নিয়মের ফাঁকে
আজকাল লাইন পরে ওয়ানের দোকানে ,নেশার খোঁজ।
আমারও খোঁজ একটা মৃত্যুর
টলমল পায়ে অনেকটা চলার পর যদি একবার আছাড় খেয়ে পড়ি।
যদি একবার তোমার বুকে
তবে বেশ হবে ,একটা শেষের শুরু।
বিশ্বাস করো,রোজ একলা হেঁটে যায় অজানা রাত্রে স্বপ্নের ভিতর
একটা চার দেওয়ালের ঘরে।
সুমনের মতো আমার গেয়ে উঠতে ইচ্ছে করে বারংবার
কিন্তু পারি না
কিন্তু একবার মরতে তো পারি তোমার জন্য।

রোজ তিল তিল করে মরবার জন্য তৈরী করছি নিজেকে
এই মৃত্যুতে কারো অধিকার নেই তুমি ছাড়া।
আচমকা বেঁচে উঠে আর ছুটতে ইচ্ছে করে না অন্ধকার গলিতে
পেতে ইচ্ছে করে না স্পর্শের বিন্দু মাফিক বেঁচে থাকা।
তার থেকে তো মোর ভালো
তাই আজকাল একটা লোভ কাজ করে তোমাকে পাওয়ার। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...