প্রাক্তন (২)
............... ঋষি
===================================================
আজ একটা আলাদা দিন শুরু হলো
ঠিক এমনি ভাব না একবার মামনি।
পিছনে পরে হাজার কোটি বছর প্রগৈতিহাসিক কোনো আলোড়ন
সব মিথ্যা হয় সব সত্যি ।
আসলে কি জানিস প্রয়োজন ফুরিয়ে গেলে
সবটাই বিরক্তি।
আমি কোনোদিন এমন হবে ভাবে নি
আসলে আমি কোনোদিন তোকে খারাপ থাকতে দেখতে চাই নি।
আজ আট মাস সেপারেটেড তুই
একবার জানালি না আমাকে।
প্রতিটা ইতিহাস লেখা হয়ে থাকে মানুষের অবচেতন আলাদা সেলে
কিছু ইতিহাস একা থেকে যায় তোর মতো।
মামনি তুই আমার বান্ধবী ,হয়তো বেশি কিছু
তাই তোকে বলা।
প্রাক্তন একটা ইতিহাসের পুরোনো ফসিল
সামনের তোর একটা আলাদা ইতিহাস আছে লিখে রাখার।
মানুষের পরিচয় মানুষ নিজে
কোনো প্রাক্তন তাকে শবঘরে থাকা মৃত লাশ করে রাখতে পারে না।
করে রাখতে পারে না অধিকারে বন্দিত অনধিকার চর্চায়
নাইবা তুই হোলি অন্য পৃথিবীর আলাদা এলিয়ন ।
মামনি একবার ভেবেই দেখ না আজ একটা আলাদা দিন
আজ থেকে শুরু হয়ে যাক এক অন্য ইতিহাস।
নিজস্ব ডেমেজ সেলে আজ থেকে ঢেলে দে ইতিহাসের প্রলেপ
দেখ কেউ চারকালীন নয় ,সবটাই প্রয়োজন।
সেখানে প্রয়োজনীয় তুই ,তোর ভাবনা ,তোর বেঁচে থাকা
নতুন এক আলোর দিশা,আর খোঁজ জীবন । ।
............... ঋষি
===================================================
আজ একটা আলাদা দিন শুরু হলো
ঠিক এমনি ভাব না একবার মামনি।
পিছনে পরে হাজার কোটি বছর প্রগৈতিহাসিক কোনো আলোড়ন
সব মিথ্যা হয় সব সত্যি ।
আসলে কি জানিস প্রয়োজন ফুরিয়ে গেলে
সবটাই বিরক্তি।
আমি কোনোদিন এমন হবে ভাবে নি
আসলে আমি কোনোদিন তোকে খারাপ থাকতে দেখতে চাই নি।
আজ আট মাস সেপারেটেড তুই
একবার জানালি না আমাকে।
প্রতিটা ইতিহাস লেখা হয়ে থাকে মানুষের অবচেতন আলাদা সেলে
কিছু ইতিহাস একা থেকে যায় তোর মতো।
মামনি তুই আমার বান্ধবী ,হয়তো বেশি কিছু
তাই তোকে বলা।
প্রাক্তন একটা ইতিহাসের পুরোনো ফসিল
সামনের তোর একটা আলাদা ইতিহাস আছে লিখে রাখার।
মানুষের পরিচয় মানুষ নিজে
কোনো প্রাক্তন তাকে শবঘরে থাকা মৃত লাশ করে রাখতে পারে না।
করে রাখতে পারে না অধিকারে বন্দিত অনধিকার চর্চায়
নাইবা তুই হোলি অন্য পৃথিবীর আলাদা এলিয়ন ।
মামনি একবার ভেবেই দেখ না আজ একটা আলাদা দিন
আজ থেকে শুরু হয়ে যাক এক অন্য ইতিহাস।
নিজস্ব ডেমেজ সেলে আজ থেকে ঢেলে দে ইতিহাসের প্রলেপ
দেখ কেউ চারকালীন নয় ,সবটাই প্রয়োজন।
সেখানে প্রয়োজনীয় তুই ,তোর ভাবনা ,তোর বেঁচে থাকা
নতুন এক আলোর দিশা,আর খোঁজ জীবন । ।
No comments:
Post a Comment