বিসর্জন
........ ঋষি
=========================================
তোকে ছুঁয়ে দিলেই তুই গলে নেমে আসবি
আমার ঠোঁট।
দুচার ফোঁটা বৃষ্টি হয়তো চোখের কাজলে লাগানো কোনো আদর
আরো গভীরে তখন নিরালা একটা দিন।
বিসর্জন
ভাবনার দেওয়ালে লেগে থাকা আমিষের গল্প।
একটা সকাল যখন মেঘ বালিকা আমাকে ছুঁয়ে বলে
আর কতদিন বৃষ্টি এলো বলে।
আমি আকাশ মেঘে ঘাস কাটতে থাকি ,এগিয়ে যায় শুকনো পাতা পথ
তারপর বিশাল গহ্বর।
অন্ধকারে আলো
ঝড় উঠছে ,কোনো দুর্যোগের দিন ,শরীরের ঘাম মিশে একাকাকার।
একলা আকাশ
উফস আর কতক্ষন এই তৃষ্না পোড়া মন।
চেনা পরিচয়
তারপর শান্ত একটা আদর তোর আমার।
তোকে ছুঁয়ে দিলেই গলে নেমে আসবি
স্বপ্ন স্থির।
দুচারক্ষন একলা থাকা বিলোনো অজস্র স্পন্দনের সম্বল
আচ্ছা একা কি বাঁচা যায়।
বিসর্জন
সারা শহর জুড়ে আজ একটা উৎসবের শোক।
........ ঋষি
=========================================
তোকে ছুঁয়ে দিলেই তুই গলে নেমে আসবি
আমার ঠোঁট।
দুচার ফোঁটা বৃষ্টি হয়তো চোখের কাজলে লাগানো কোনো আদর
আরো গভীরে তখন নিরালা একটা দিন।
বিসর্জন
ভাবনার দেওয়ালে লেগে থাকা আমিষের গল্প।
একটা সকাল যখন মেঘ বালিকা আমাকে ছুঁয়ে বলে
আর কতদিন বৃষ্টি এলো বলে।
আমি আকাশ মেঘে ঘাস কাটতে থাকি ,এগিয়ে যায় শুকনো পাতা পথ
তারপর বিশাল গহ্বর।
অন্ধকারে আলো
ঝড় উঠছে ,কোনো দুর্যোগের দিন ,শরীরের ঘাম মিশে একাকাকার।
একলা আকাশ
উফস আর কতক্ষন এই তৃষ্না পোড়া মন।
চেনা পরিচয়
তারপর শান্ত একটা আদর তোর আমার।
তোকে ছুঁয়ে দিলেই গলে নেমে আসবি
স্বপ্ন স্থির।
দুচারক্ষন একলা থাকা বিলোনো অজস্র স্পন্দনের সম্বল
আচ্ছা একা কি বাঁচা যায়।
বিসর্জন
সারা শহর জুড়ে আজ একটা উৎসবের শোক।
No comments:
Post a Comment