রূপকথা (২)
.......... ঋষি
==========================================
খুব খিদে না তোর
চারিদিকে আকাশে বাতাসে বিষাক্ত নিশ্বাস।
মানুষ হিসেবে মানুষের বাস ফুরিয়ে যাওয়া কবিতার পাতা
আচ্ছা সম্পর্কের বাইরে কোনো দরজা কি থাকে।
যেমন কোনো আদিম আস্তরণে মোড়া রূপকথা
পক্ষীরাজ্,রাজকন্যা ,আর খিদে?
তোর নিশ্বাস গায়ে মেখে
শরীর বেয়ে নেমে যাওয়া ঝর্ণার জল সে যে স্পটিকের ইচ্ছা।
তোর ইচ্ছাদের কবর থেকে তুলে
এক একটাকে ন্যাংটো করে আয়নার মুখ মাখা।
এই সব আদিম আস্ফালনে
তোর স্তনের বিভাজনে মুখ রেখে গভীরে কাঁদা আর বলা
আমি আছি তো।
খুব ইচ্ছা না তোর
একবার আদিম আবর্তনের আস্ফালনের পরিধিতে
একটা দিন ,কিছুটা স্পর্শ হিসেবের বাইরে।
খুব খিদে না তোর
একটা দীর্ঘশ্বাস যখন ফুরোতে ফুরোতে স্বপ্ন হতে থাকে।
যখন স্পর্শগুলো বাস্তবের আগুনে পুড়ে ছাই
তখন মন একটা রূপকথা চায়।
ঠিক ব্যাঙ্গমা ,ব্যাঙ্গমীর দেশে রুপোর কাঠি সোনার কাঠি
আর চেনা অধ্যায় ,প্রেম পুড়ছে।
.......... ঋষি
==========================================
খুব খিদে না তোর
চারিদিকে আকাশে বাতাসে বিষাক্ত নিশ্বাস।
মানুষ হিসেবে মানুষের বাস ফুরিয়ে যাওয়া কবিতার পাতা
আচ্ছা সম্পর্কের বাইরে কোনো দরজা কি থাকে।
যেমন কোনো আদিম আস্তরণে মোড়া রূপকথা
পক্ষীরাজ্,রাজকন্যা ,আর খিদে?
তোর নিশ্বাস গায়ে মেখে
শরীর বেয়ে নেমে যাওয়া ঝর্ণার জল সে যে স্পটিকের ইচ্ছা।
তোর ইচ্ছাদের কবর থেকে তুলে
এক একটাকে ন্যাংটো করে আয়নার মুখ মাখা।
এই সব আদিম আস্ফালনে
তোর স্তনের বিভাজনে মুখ রেখে গভীরে কাঁদা আর বলা
আমি আছি তো।
খুব ইচ্ছা না তোর
একবার আদিম আবর্তনের আস্ফালনের পরিধিতে
একটা দিন ,কিছুটা স্পর্শ হিসেবের বাইরে।
খুব খিদে না তোর
একটা দীর্ঘশ্বাস যখন ফুরোতে ফুরোতে স্বপ্ন হতে থাকে।
যখন স্পর্শগুলো বাস্তবের আগুনে পুড়ে ছাই
তখন মন একটা রূপকথা চায়।
ঠিক ব্যাঙ্গমা ,ব্যাঙ্গমীর দেশে রুপোর কাঠি সোনার কাঠি
আর চেনা অধ্যায় ,প্রেম পুড়ছে।
No comments:
Post a Comment