Monday, March 20, 2017

যদি একবার

যদি একবার
............ ঋষি
======================================
ছুঁয়ে ছিলাম
তোর ভুলতে চাওয়া ইচ্ছাগুলোকে হৃদয় শুষে।
ছুঁয়ে দিয়েছি
তোর চোখের কালিতে না বলা আদরের আপ্যায়ন।
ছুঁতে পারি না
শুধু নিজের অভিনয়ে লোকানো তোর পরিচয়।

আজ কাল পরশুর গল্প বলি
গল্প বলি চলন্তিকা বদলানো পৃথিবীর রূপকথার নায়কদের।
শুধু বলতে পারি না সহজেই উপন্যাসের প্রেমিকের মতো
তোকে ভালোবাসি।
নির্মেলেন্দু বাবুর মতো আমিও অপেক্ষা করি সময়ের
যদি একদিন ,যদি কোনোদিন ,যদি কোনো মুহূর্তে।
নিভে যাওয়া চোখে বাতিতে
প্রদীপের শেষ তেলটুকু ,শেষ সলতেটা জ্বলে যাবার আগে
যদি একবার।

ছুঁয়ে ছিলাম
তোর কবিতায় লেখা অন্ধকার দিনলিপিতে।
ছুঁয়ে দিয়েছি
তোর বোবা কান্নার আয়নার সেই অস্তিত্বকে।
তবুও আমি ছুঁতে পারি নি
শুধু নিজেকে চেনার অধিকারে তাগিদে তোকে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...