ঈশ্বর দর্শন
,,,,,,,,,,,,,,, ঋষি
===================================================
নিদারুন একটা কৈশোর আমাকে প্রশ্ন করে
ঈশ্বর দর্শন।
ঈশ্বর নামক ভদ্রলোককে সেদিন দেখলাম এক নষ্ট মেয়ের দরজায়
ঈশ্বর দরজা খুলে ঢুকলেন।
দেখলেন এদিক ,ওদিক দেওয়ালে টাঙানো তারই মায়া
ঈশ্বর পর্যুদস্ত এখন।
ঈশ্বরের সামনে এক প্রায় নগ্ন নারী
আহ্বান এসো খিদে আমার পেট ভরিয়ে যাও।
ঈশ্বর এগিয়ে গেলেন ,মাথায় হাত রাখলেন পরম স্নেহে
এক গ্লাস জল পাওয়া যাবে।
চমকে উঠলো নষ্ট মেয়ে। চমকে উঠলো নষ্ট সমাজ ,চমকে উঠলো নষ্ট সময়
হা ঈশ্বর তোমারও তৃষ্ণা আছে।
কাঁপা কাঁপা হাতে এগিয়ে দেওয়া গ্লাস এক চুমুকে শেষ করে
ঈশ্বর বলেন তৃপ্ত।
অবাক চোখে তাকালো নষ্ট শরীর
শুধু এতটুকু, এই টুকু ,তারপরই হেসে উঠলো সে আদিম কান্নায়
ঈশ্বর বললেন শরীর শুধু মাত্র ধারক
আর তোমার গভীরতার তো মরণ নেই ,সে তো শুধু কষ্টের
নিদারুন এক যৌবন আমার দরজায় দাঁড়িয়ে
ঈশ্বর দর্শন।
আসলে মুখোশের মিছিলে ঈশ্বর আজ জব্দ কোনো নষ্ট সময়ের নাগরিক
ঈশ্বর এগিয়ে এলেন ,মেয়েটির জন্ম গুহায়।
কানে কানে মুখ রেখে বললেন এটা শুধু কল্পনা আর তোমার কষ্ট
মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠলো ,ঘুম ভেঙে চোখের সামনে জানোয়ারের চোখ।
,,,,,,,,,,,,,,, ঋষি
===================================================
নিদারুন একটা কৈশোর আমাকে প্রশ্ন করে
ঈশ্বর দর্শন।
ঈশ্বর নামক ভদ্রলোককে সেদিন দেখলাম এক নষ্ট মেয়ের দরজায়
ঈশ্বর দরজা খুলে ঢুকলেন।
দেখলেন এদিক ,ওদিক দেওয়ালে টাঙানো তারই মায়া
ঈশ্বর পর্যুদস্ত এখন।
ঈশ্বরের সামনে এক প্রায় নগ্ন নারী
আহ্বান এসো খিদে আমার পেট ভরিয়ে যাও।
ঈশ্বর এগিয়ে গেলেন ,মাথায় হাত রাখলেন পরম স্নেহে
এক গ্লাস জল পাওয়া যাবে।
চমকে উঠলো নষ্ট মেয়ে। চমকে উঠলো নষ্ট সমাজ ,চমকে উঠলো নষ্ট সময়
হা ঈশ্বর তোমারও তৃষ্ণা আছে।
কাঁপা কাঁপা হাতে এগিয়ে দেওয়া গ্লাস এক চুমুকে শেষ করে
ঈশ্বর বলেন তৃপ্ত।
অবাক চোখে তাকালো নষ্ট শরীর
শুধু এতটুকু, এই টুকু ,তারপরই হেসে উঠলো সে আদিম কান্নায়
ঈশ্বর বললেন শরীর শুধু মাত্র ধারক
আর তোমার গভীরতার তো মরণ নেই ,সে তো শুধু কষ্টের
নিদারুন এক যৌবন আমার দরজায় দাঁড়িয়ে
ঈশ্বর দর্শন।
আসলে মুখোশের মিছিলে ঈশ্বর আজ জব্দ কোনো নষ্ট সময়ের নাগরিক
ঈশ্বর এগিয়ে এলেন ,মেয়েটির জন্ম গুহায়।
কানে কানে মুখ রেখে বললেন এটা শুধু কল্পনা আর তোমার কষ্ট
মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠলো ,ঘুম ভেঙে চোখের সামনে জানোয়ারের চোখ।
No comments:
Post a Comment