Monday, March 27, 2017

ঘোড়ার ডিম্

ঘোড়ার  ডিম্
............ ঋষি
=================================================
ঘোড়া  ডিম্ পারতে পারে
সত্যি এটা তো কবিতা নয় যে যে কুয়াশা ভেদ করে স্পষ্ট হবে
মানুষের অবয়ব।
বেঁচে থাকা।  সে ঘোড়া ডিম্ পারুক না কেন তাতে কি ?
দূরে একটা পাহাড় ,ফিস্ ফিস্ করে ঘড়ির কাঁটায় সময় ক্রমাগত
কল্পনায় দেখো তুমি ,থেকে গেছো।

জানো, কালো আকাশ আর আঁধার সমুদ্র কোথাও গিয়ে চুপচাপ একত্রিত হয়েছে ঠিকই
কিন্তু একটা ফাঁক থেকে যায় ,একটা সময়
সময়ের রূপ রূপকথা থেকে ক্রমাগত নিয়মিত প্রসেসে আরো এগোচ্ছে
ভাবনায় ঘোড়ার ডিম্
কি অদ্ভুত
বিগত শতাব্দী  থেকে বেরিয়েছে এই দেখো একটা পাথর, রঙচঙে কি?
দেখে মনে হয় কিছুটা স্পেশাল।কি জানি।
জীবনে কিছু ভুল হয়েছে
ভুল থেকে জীবন কষ্ট পেয়েছে।তাই তো ঘোড়ার ডিম্।

ঘোড়া  ডিম্ পারতে পারে
সত্যি এটা তো কবিতা নয় মনের দংশন থেকে পাতায় পাতায়
 বেঁচে থাকা।
ভুল জানতে ভাল লাগে কিলোমিটার দূরত্ব  পার হতে হতে ক্রমশ কবিতা
নষ্ট জীবন পুড়ছে, পুড়তে পুড়তে
কল্পনায় আরো মানুষ , কষ্ট হচ্ছে আর আলোরা নষ্ট ।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...