Monday, March 27, 2017

পেঁচার চোখ

পেঁচার চোখ
......... ঋষি
=========================================
সমস্ত গন্ডীর মাঝে একটা আকাশ বন্দি নিয়ম
সব শরীরে তুই ভীষণ কমন।
ভীষণ নিয়মকে সহজিয়া উদাহরণ মানুষের মনের
ধর্ম।
কোনো কামুকতার অধীনে রাখা মানুষের বেঁচে  থাকা
নিয়ম মাফিক গন্ডিতে অনর্থক লগ্নি।

ঈশ্বর সৃষ্ট অধীনতার কয়েস ভোল্টেজের ব্যাটারি
শরীর নাকি শুধু মানুষের অস্তিত্বের বাহক।
কিন্তু মনুষত্ব ক্রমশ হারানো কোনো শব্দ পৃথিবীর আবর্তন থেকে
সহস্র প্রাচীন মৃত ফসিলের বুক থেকে মাতৃ দুগ্ধপান।
আর নিয়ামক ফ্রয়েডের লজ্জা
বড় কঠিন সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা আকাশগুলো।
বারান্দা হাত বাড়িয়ে ভিজতে থাকা
হৃদয়ের দরজায় সেলফোনে শোনা অজস্র চুমু।
ভীষণ ভালোবাসা
বড়ো কঠিন বেঁচে থাকার এই লজ্জা
মানুষ শুধু মুখোশের মিছিলে জীবিত কোনো জন্তু।

সমস্ত বন্দির মাঝে একটা নাগরিক অধঃপতন
নিজেদের কাছে প্রশ্ন যখন সভ্যতা।
তখন মানুষ শুধু কাঠ পুত্তলিকার মতো নড়তে থাকা বাঁচতে চাওয়া
বিছানা ,বালিশ আর অনিদ্রার রাত্তিরে জ্বল জ্বল করা পেঁচার চোখ।
ঘুম নেই চোখে ,মানুষের ধর্ম মানুষ নিজে
কোনো অচেনা স্পন্দনের বাসর ঘরে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...