Thursday, March 16, 2017

আদিম মৃত্যু

আদিম মৃত্যু
............ ঋষি
===================================

চারিদিকে দেওয়ালে দেওয়ালে রঙিন ছবি
এটা নাকি প্রমান করার চেষ্টা
আমার নাকি কষ্ট নেই।
কষ্টকে একটা প্রশ্ন আমার আন্তরিক আন্টার্টিকাতে
আচ্ছা জোয়ার আছে ভাটা আছে
কিন্তু শেষ কই ?

এসব নাছোড়বান্দা লেগে থাকা নেশা
তাজমহলের সামনে দাঁড়িয়ে সময়ের খুঁজে নেওয়া প্রিয়তমার বুকে বিভাজন।
সবকিছু বদলে যায়
যেমন সময়ের রঙে প্রাচীন ফসিলের যন্ত্রণার দাগ।
বদলায় বটে কিন্তু রয়ে যায়
মিউজিয়ামে শুয়ে থাকা মমিগুলো বেঁচে ওঠার স্বপ্ন।
আদর করে নীলনদের দেশে সূর্যের সোনার রং
সেও কি আজ নেশায় আছে,
নাকি যন্ত্রণার।
হা ক্লিওপেট্রা তোমার জন্মের কালিতে
লেখা হোক বিষাক্ত মৃত্যু।

চারিদিকের দেওয়ালে দেওয়ালে রঙিন ছবি
সাদাকালো নাকি সেরকম যুগবৎসল ফ্রেমে লাগানো যায় না।
প্রেমিকার ঠোঁটে লাল টকটকে লিপস্টিক
ইচ্ছে করে ছিঁড়ে ফেলে আমি চিতা হয়ে যায়।
সবাই বলে কষ্ট নেই
আসলে কষ্ট ক্লিওপেট্রার কোনো আদিম মৃত্যু। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...