মাঝরাস্তায়
............... ঋষি
============================================
মাঝরাস্তায় হারিয়ে যাওয়া
শুরুটা বেশ সিনেমায় মতো মনে হয়েছিল।
তারপর হঠাৎ কোনো ঝড় বৃষ্টির দুর্যোগে পথ না সরা দৃশ্য
জীবন তখন নিরুপায় আশ্রয়ের খোঁজে।
অবাক লাগে জীবন
তুমি কি হারাতে হারাতে নিজেকে হারাতে পারো।
রাস্তা
নিজের মতো এঁকে বেঁকে সামনে দাঁড়ানো শ্রুতি।
পথের পর পথ শুকনো পাতা পেরিয়ে দেখি সামনে দাঁড়িয়ে বসন্ত
কৃষ্ণ চূড়া আর রাধা চূড়ার বেশে হাই প্রোফাইল শহরে
দিশেহারা জীবন।
আমি কি জীবন পেরোতে পারি
যে যাত্রা শুরু হয়েছিল কোনো আদিম আকাঙ্খা নিয়ে।
জংলী কোনো নাম না জানা ফুল
কাঁটা ফোঁটা জীবনের প্রতিদিন ,,মুহূর্তদের আঙিনায়
আজও অনেক পথ চলা বাকি।
মাঝরাস্তাতে হারিয়ে যাওয়া
সিঁড়ি ভেঙে উপরে ওঠার ষড়যন্ত্র মানবিক বিকার।
তারপর হঠাৎ কোনো দুর্যোগের রাতে দেখা হয়ে যাওয়া চলন্তিকা ভোর
জীবন আবার নিরুপায় আলোর খোঁজ।
অবাক লাগে জীবন ভাবতে
প্রতিটা হেরে যাওয়া জীবনের নতুন করে বাঁচতে শেখায়।
............... ঋষি
============================================
মাঝরাস্তায় হারিয়ে যাওয়া
শুরুটা বেশ সিনেমায় মতো মনে হয়েছিল।
তারপর হঠাৎ কোনো ঝড় বৃষ্টির দুর্যোগে পথ না সরা দৃশ্য
জীবন তখন নিরুপায় আশ্রয়ের খোঁজে।
অবাক লাগে জীবন
তুমি কি হারাতে হারাতে নিজেকে হারাতে পারো।
রাস্তা
নিজের মতো এঁকে বেঁকে সামনে দাঁড়ানো শ্রুতি।
পথের পর পথ শুকনো পাতা পেরিয়ে দেখি সামনে দাঁড়িয়ে বসন্ত
কৃষ্ণ চূড়া আর রাধা চূড়ার বেশে হাই প্রোফাইল শহরে
দিশেহারা জীবন।
আমি কি জীবন পেরোতে পারি
যে যাত্রা শুরু হয়েছিল কোনো আদিম আকাঙ্খা নিয়ে।
জংলী কোনো নাম না জানা ফুল
কাঁটা ফোঁটা জীবনের প্রতিদিন ,,মুহূর্তদের আঙিনায়
আজও অনেক পথ চলা বাকি।
মাঝরাস্তাতে হারিয়ে যাওয়া
সিঁড়ি ভেঙে উপরে ওঠার ষড়যন্ত্র মানবিক বিকার।
তারপর হঠাৎ কোনো দুর্যোগের রাতে দেখা হয়ে যাওয়া চলন্তিকা ভোর
জীবন আবার নিরুপায় আলোর খোঁজ।
অবাক লাগে জীবন ভাবতে
প্রতিটা হেরে যাওয়া জীবনের নতুন করে বাঁচতে শেখায়।
No comments:
Post a Comment