Tuesday, September 1, 2015

পোয়াতি সময়

পোয়াতি সময়
..................... ঋষি
=============================================
পোয়াতি সময়ের দরজায় দাঁড়িয়ে
অসম্ভব যন্ত্রণা সময়।
তুই বলছিস অলিন্দ ছিঁড়ে আবছা হতে থাকা পোশাকি দূরত্ব
আমার কাছে সেটা সময়ের সমীকরণ।
হৃদয় থেকে মানুষ কেনা যায়
কিন্তু মানুষ  কি আর হৃদয় কিনতে পারে।

ভার্চুয়াল পৃথিবীর দরজা খোলা ছোটো ছোটো ঘর
উর্বর প্রেমে দুচার কণা বীর্য ছিটিয়ে আসি।
জন্ম হচ্ছে শোক আরাম
জন্ম নিচ্ছে প্রেমের নামে  অন্তরিত যন্ত্রণা।
এইতো শুনছেন ,আপনি বলছেন
আরো ছোটো গলি,আমরা যৌনাঙ্গ বলি।

সব শেষ শোকারাম ,অবিরাম হৃদয়ের গলি।
ফেরিওয়ালা জীবনকে,
একলা আর কি বলি।
জমছে খেলা জমুক ,,ভার্চুয়াল পৃথিবী জিন্দাবাদ
অজানাকে ছোঁয়া জিন্দাবাদ
মুর্দাবাদ সময় আর সময়ের  একলা গলি।

পোয়াতি সময়ের দরজায় দাঁড়িয়ে
অসম্ভব যন্ত্রণা সময়।
সম্পর্কের চুলে বাঁধা গুগুল স্যারের রিবন
রিবন খুলছে সম্পর্ক মুরচে ,,ছোটো ছোটো ঘর।
চেনা অজগর
সময় পুড়ছে সম্পর্ক আর প্রেমের নামে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...