Tuesday, September 15, 2015

নীল সাইকেল

নীল সাইকেল
................. ঋষি
===============================================

হাজার সবের ভিড়ে সময় হারিয়ে যায়
আটকানো চোখের পাতায় ঘুম ঘুম ভাব।
ঘুমপাড়ানি মাসিপিসি মোদের বাড়ি এসো
চোখের চুম্বকে সটান চেনা তুই ।
কালভার্টে হেলান দেওয়া সেই নীল সাইকেলের ঘন্টা
সাইকেল স্পোক বেয়ে কয়েক ফোঁটা জল।

চোখের পাতায়
সোজা পুরনো দেওয়ালটা হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে।
চেনা শরীরের গন্ধ
সদ্য চুমু তোর ঠোঁটে নোনতা স্বাদ।
আলোড়ন সারা বাতাস জুড়ে আজকাল ঘেমো  গন্ধ
পাশাপাশি হেঁটে যাওয়া সন্ধ্যের সাথে।
আজকাল যখন তখন বৃষ্টি আসে
আমি ভিজি ,ভিজিস তুই।
প্রশ্ন তোকে ,তোর বুকের ভিতরে জমানো অভিমানে
কেন ,কেন
কেন এত ভালোবেসেছিলি তুই।

হাজার সবের ভিড়ে ক্লান্ত চোখের পাতায় ছুঁয়ে থাকে কালি
শূন্য জীবন ,শূন্য বাঁচা ,শূন্য রাস্তা থেমে যায়।
সেই গলির মোড়ে তোর বারান্দায় চোখ আটকে
আজ ও  খোঁজে কাকে।
ক্রিং ক্রিং নীল জং ধরা সাইকেলের ঘন্টা
সাইকেলের স্পোকে জড়িয়ে থাকা সময়।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...