Tuesday, September 22, 2015

জানলার গরাদ


জানলার গরাদ 
................... ঋষি
============================================
ভালো লাগা সময়টুকু বলতে পারি 
সবার একটা জানলা আছে বুকের ভিতর। 
জানলার গরাদে মোটা লোহার বিমগুলো কখনো পুরনো হয় না 
আসলে পুরনো হয়ে জং ধরে বিমগুলো প্রাচীয়নতায়। 
তবে বন্দী এই শব্দটা ভাঙ্গে না  
আর জানলার বাইরে খোলা আকাশ ,,,মুক্তি। 


এমনি মুক্তি চেয়েছিলাম আমার নীল আকাশে
পুরণো ডায়রির  পাতায় শৈশবের দিন। 
খোলা আকাশে ঘুরি 
উড়ি,,,, উড়ি ,,, উড়ি। 
হৃদয়ের সাথে হৃদয়ের ঘরে স্যাক্সোফোন 
নিয়ম মাফিক ডাক   .
ভাঙ্গা সাতসুর সাধা হারমুনিয়ামের সৃষ্টিহীন চঞ্চলতা 
শব্দ হয়ে যায় ,বেঘোরে বেজে যায়। 
চর্বিত চর্বন 
চার দেওয়ালের মাঝে বাঁধা সবার জীবন। 

পক্ষীরাজ আসছে তার উপর স্বপ্নের পুরুষ কোনো 
মন হাওয়ায় হাওয়া করেছি দান। 
কোনো সিনেমার প্রেক্ষাগৃহে পপকর্নের সাথে প্রেমিকার ঠোঁট 
গরম কফির সাথে প্রেমিকার নাভি। 
ইশ ছি ছি ছি ,,, সত্যি আরো কদর্য 
যেমন জীবন জানলার গরাদের অন্তরায়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...