Wednesday, September 23, 2015

ক্রমাগত বাঁচা

ক্রমাগত বাঁচা
..................... ঋষি
===========================================
বাঁচি বাঁচি বাঁচি
কতটুকু বাঁচি এই ধুলোর পৃথিবীতে।
বাড়ানো হাত শাখা প্রশাখার মতন অদ্ভূত জড়ানো প্যাঁচ
একের পর এক ক্রমশ ক্লোস্ড।
কোনো অজানা চোখ
জানিস না ভয় লাগে বাঁচতে একলা অসময়।

সবাই কবিতা বলে
আমি বলে যন্ত্রণা জড়িয়ে নামা ক্রমাগত নোনা হাওয়া।
যুগের হাওয়া ,পাপের হাওয়া
গা ভাসাও ,ভেসে যাও ,শরীর শুধু।
ক্রমাগত অশরীর
ঠান্ডা ,বরফ নামা থেকে একটা শীতল পৃথিবী।
ভয় করে পরিচয় খুঁজতে
সম্পর্ক খুঁজতে।
জীবন খুঁজতে
নিজের মাঝে অন্য পৃথিবী।

বাঁচি ,বাঁচি ,বাঁচি
কতটুকু বাঁচি সারা জীবনে পোড়া পোড়া দাগ।
এ সমাজ ,এ চলন্ত ট্রেনের কামরা
কাটতে থাকা পিছনে সার দেওয়া সাজানো মুখ।
ব্যারিকেট দেওয়া জীবনের লাইনে বাঁচার সুখ
দাঁড়ি ,কমা সমেত একটা জীবন। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...