Tuesday, September 1, 2015

যদি জীবনগুলো

যদি জীবনগুলো
............... ঋষি
=================================
যদি জীবনগুলো জড়ো করে
একটা শহরে বেঁধে রাখা যেতো ,অবাক হতাম।
দেখতাম ছেলেটা নিয়ম করে হাঁটে একই রাস্তায় ,একই সময়
পোশাক বদলায় সময়ের মতন।
কখন চেক শার্ট ,কখনো বা খাকি কিংবা লাল
অথচ ছেলেটার পথ হাঁটা থামে না ,,একলা সময়।

বাসের জানলায় উঁকি মারা মেয়েটার মুখ
সেই বেডরুম ,বদলানো বাথরুমে ঘুমের শহর।
নিস্তব্ধ অন্ধকার
মেয়েটাকে কেউ দেখে নি ঘুমের ঘোরে।
কেউ আছে এমন এই শহরের ঘরে
ঘুমের ঘোরে ,নিস্তব্ধ অন্ধকারে।
কেউ কি শুনছে ফিসফিস সময়ের ঘড়ি টিকটিক
নিজস্ব অঙ্গীকার।
না বদলানোর এ বিচার আকাশের চাঁদ
ভাঙ্গা টুকরো ,ফাঁকা সুখ।
 
যদি জীবনগুলো জড়ো করে
একটা শহরে বেঁধে রাখা যেতো ,অবাক হতাম।
দেখতাম ছেলেটা আর মেয়েটা কেউ আলাদা নয়
অথচ ভীষণ একা ,আলাদা কোথাও।
অন্যকোথাও বদলানো মুখোশের চামড়ার মুখ
ধুকপুক নাগরিকত্বে চেতনার সুখ। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...