Sunday, September 6, 2015

আকাশের চাঁদ

আকাশের চাঁদ
................ ঋষি
===========================================

ক্রমাগত  নিভে যাওয়া আলোর মতন
শেষ বিকেলে মরা চাঁদ আকাশের বুকে।
তোমাকে যদি হৃদয় বলে ডাকি
খুব একটা অসুবিধা হবে না অন্ধকার আকাশে।
তোমাকে যদি সময় বলে ডাকি
ভীষণ  একটা কিছু যুদ্ধ বাঁধবে না আনন্দে সফরে।

তোমার গায়ে কেমন একটা পানের গন্ধ
জর্দা ,সুপুরিতে  তুমি অভ্যস্ত নও।
আমার পোড়া  ঠোঁটের সিগারেট জ্বলন্ত ফ্লেমে ১০৮ ডিগ্রী ঘুরে
কোনো এক চক্র।
টুকরো হৃদয়  ফ্রেমে একফালি চাঁদ কোথাও
বিশাল আকাশ ঢেকে যায় অন্ধকারে।
তোমার মুখ
পানের লাল,,,,,,, ভেজা  ঠোঁট।
আমার ঠোঁটে
কেমন যেন এক পান সুপারি গন্ধ।

বারান্দায়  দাঁড়িয়ে বোবা চাঁদের গায়ে ধোঁয়া  ছুড়ে মারি
একরাশ স্তব্ধতা আমাকে ঘিরে ধরে সময়।
বদলে যাওয়া ঘড়ির কাছে ভিজে বাস্পের  স্টিম  ইঞ্জিন
অনবরত ট্রেনের ভো  আমার কানে।
কান বন্ধ ,নিঃশ্বাস বন্ধ ,সময় থেমে গেছে ,সবটুকু আলোড়ন
বোবা আকাশে ভিজে চাঁদ আয়নায় তোমার রূপ। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...