Thursday, September 17, 2015

উত্তর কি ?

উত্তর কি ?
.................. ঋষি
=============================================
এ চেতনা আমার নয় শুধু
এ চেতনা শহরের বুকে নামতে থাকা কালো প্লাবন।
নারী তুমি সর্বত্র এত সহজ কেন
সহজে কেন তোমার সরে যায় বুকের কাপড়  ?
কেন তোমরা অবিশ্বাস কে বিশ্বাস করে ঠকতে থাকো
তোমার ইমারতের ভাস্কর্যে কেন এত কদর্য হাত।

বিশ্বের নিঃশ্বাসে যদি কোনো প্রশ্ন থাকে
তার উত্তর তুমি হত পারো।
তোমার গর্ভে বেড়ে উঠতে পারে আগামী প্রজন্মের আলো
তবে এত অন্ধকার কেন।
কেন এত বেজন্মা আজ শহরের গলিতে
কেন তুমি বারংবার খবরের হেডলাইনে ?
ঈশ্বর তোমাকে নত করেছে
ঈশ্বর তোমাকে নগ্ন করেছে।
তোমার যোনিতে রেখে গেছে জন্ম আদিম আদম
এ প্রশ্নের উত্তর কি ?
পাঁচ থেকে পঞ্চান্ন যদি সকলেই শরীর হয়
তবে কেন হাড় কাঁটা গলি আমার শহরে।

এ চেতনা আমার নয় শুধু
উত্তর সকলের বুকের মাঝে দাগী আসামীর মতন দাঁড়িয়ে।
তোমরা বোকা ,তোমরা সহজলভ্য ,তোমরা শরীর
তোমরা ইউসড মেটেরিয়াল ,মাংসের দোকানে বিক্রি হওয়া খিদে।
তোমরা বলি প্রদত্ত জন্ম থেকে সমাজের চোখে
কিন্তু নারী তুমি ভুলেছো তোমরা রক্ত পিপাসু মা কালিও বটে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...