Friday, September 11, 2015

অচেনা সময়

অচেনা সময়
................ ঋষি
==========================================

সমস্ত প্রশ্নগুলোর উত্তর অজানা
অজানা সাময়িক বিবেচনাধীন অধিকারের সম্পর্ক।
মানুষ দেখছি
জানলার ভেজানো পাল্লার আড়াল থেকে লুকিয়ে।
মুখোশের মুখ
অচেনা এই বিদীর্ণ সময়ের সাময়িকী।

চিনতে পারি না মানুষকে
নিজেকেও আয়নায় দেখে অজানা লাগে আজকাল।
ঈশ্বরের চালচিত্রের আড়ালে আলোড়ন সব
চলন্ত  সময়ের মতন।
আসাযাওয়া এই পৃথিবীর পথে সবজান্তা জীবন
 হৃদয়ের ফুসফুসে বাতাসের ভেল্কিতে ভেন্টিলেটর বসানো।
সময় এর নাম
নিত্য ভেঙ্গে যাওয়া পথগুলো সম্পর্কের ফাঁকফোঁকর।
মেরামত দরকার
সময় কই কারো ?
 ফিরে দেখা নিজেকে আয়নায় মুখ।
সকলে দেখছে ভাঙ্গা আয়না
আর সেই অচেনা  আমার মতন নিজেরাও অজানা।  

অজানা সময়ের আয়নায় এক একটা মুখ ভেঙ্গে পরে
সময় ফুরিয়ে যায়।
মানুষের আশার আলোয় বসে যা লোডসেডিং
কৃত্রিম স্টার্ট দরকার ,দরকার বেঁচে থাকা সময়ের সাথে।
সকলে তো বেঁচে থাকে
তবে প্রশ্ন যেটা কজন সত্যিকারে বেঁচে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...