Friday, September 11, 2015

দ্যাটস এ হিউম্যান স্ট্যান্ট

দ্যাটস এ হিউম্যান স্ট্যান্ট
............... ঋষি
=================================================
সকলের একটা  স্ট্যান্ট  দরকার
জানেন তো দাদা সিনেমার নায়কের মতন একজন সুপারহিরো।
ভীষণ দরকার
সমাজ আর সময়ের মাঝখানে যে পাঁচিল।
সেই পাঁচিলে হামগুড়ি থেকে দুপায়ে
এবার চিতার আগুনে বেড়িয়ে আসা দরকার এই জীবনে।

নিত্য কতকথা
টুকরো শৈশবের আজন্ম মুখ না দেখা আয়নায়।
স্পাইডারম্যান ,সুপারম্যান, X ম্যান  আরো কত
যদি একজন।
যদি একবার এই পৃথিবীতে এমন হত
কেমন হত জানি না।
যেমন হত ,তেমন হত ,তবে বেশ ভালো হত
সমস্ত মিথ্যা ,সমস্ত চালাকি ,ভন্ডামি ,ধর্ষণ ,বর্ষণ।
সবকিছুর বিরুদ্ধে মোমবাতি মিছিল হত না
হত না অপেক্ষা আইনের ম্যারপ্যাঁচের।
এই ভাবে সম্মান বাজারে বিক্রি হত না
সবকিছু নিয়মমাফিক আলোর মতন হত.
সবকিছু মানুষের মেরুদন্ডের মত হত
দ্যাটস এ হিউম্যান স্ট্যান্ট।
 
সকলের একটা  স্ট্যান্ট  দরকার
জানেন তো দাদা  পৃথিবীতেও মানুষের সোজা মাথা দরকার।
ভীষণ দরকার
নিজের পিছনের মেরুদন্ডের অক্ষমতাকে বিচার করার।
প্রতিবাদ দরকার
সমাজের বুকে পা দিয়ে লাথি মারার অধিকার অন্ধকারকে।
  

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...