Thursday, September 17, 2015

জ্বলন্ত সময়


জ্বলন্ত সময় 
................ ঋষি
=========================================
মৃত্যু থেকে এসে দাঁড়িয়েছে 
একটা কালো ছায়া আমার পিছু পিছু। 
এই জীবনের শেষ স্তব্ধতায় লেগে আছে পায়ের শব্দ 
শুনতে পাচ্ছি এগিয়ে আসছে 
কেমন যেন একটা উদ্ভট কল্পনা জীবনের জানলায়। 

এই মাত্র শেষ সুতোটা ছিঁড়ে গেল 
বুকের ব্যালান্সসিটের জমানো খাতায় শান্তিটুকু চলে গেল। 
একটা দেশলাই কাঠি 
একটু কেরোসিন। 
কিছু মুহুর্ত্ব জ্বালিয়ে গুমড়ে ওঠা ধোঁয়াগুলো একসাথে 
মুখের তেতো সিগারেটের নিকোটিনে পরম প্রিয়। 
দাহ্য আর দহনের সম্পর্কের ফাঁকে 
একটু সময় থাকে। 
জ্বলে যাবার ,শেষ হয়ে যাওয়ার ইচ্ছাটুকু
সেই টুকুকে অভিনন্দন এই রুপোলি বিকেলের মরা আলোতে 
 তোমার মুখ।  

মৃত্যু থেকে উঠে এসে দাঁড়ানো সত্য গুলো 
একটা করে কাঠি জ্বালছি আর ছুঁড়ে মারছি সময়ের দিকে। 
পুড়ছে না কিছুতে পুরনো সময় 
তোমার মুখ আমার কাছে পরম  প্রিয় ,
কোনো অনিদ্রায় জেগে থাকা স্বপ্নের মতন। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...