Wednesday, September 23, 2015

ভুল কারে কয়


ভুল কারে কয় 
.............. ঋষি
============================================
ভুলটা কি 
নিজের শব্দকোষে গড়িয়ে নামা মুহুর্তগুলো। 
মানুষ ভুল করে 
ইশ্বর দাঁড়িয়ে দেখেনে অন্তরগর্ভের ক্ষতগুলো। 
পঙ্কিল অন্ধকার থেকে সৃষ্ট লালাগুলো 
গড়িয়ে নামে শরীর বেয়ে অন্তরে  
ক্রমাগত রক্তপাত ,বীর্যপাত ,থুথু আরো কত বাঁচা। 

মানুষের মাঝে ইশ্বর 
প্রাচীন ছলনার দেওয়ালে অর্বাচীন কোনো যুক্তি তর্ক গল্প। 
মানুষের হিংস্র নখে লেগে আছে মানুষের রক্ত 
মানুষের লোভি চোখে ক্রমাগত বাড়তে থাকা রক্তচাপ।
গড়িয়ে পরছে রক্ত ,তলপেটে ব্যাথা
এই মাত্র জন্ম হলো ঈশ্বরের। 
পঙ্কিল পাঁকে ইশ্বরের চোখ 
মানুষের মতন। 
লোভি কোনো জানোয়ারের রোমন্থন 
মানুষ ও মনুষত্বের বিকৃতি। 

ভুলটা কি 
পাঁচ বছরের কোনো মেয়ের ধর্ষণ। 
ঢুকে যাওয়া বুলেট ক্রমাগর বিপ্লবের গায়ে 
কোনো বৃদ্ধ মানুষের ঘরছাড়া পৃথিবী।
কিংবা কোনো ভিখিরি পাগলিনীর গর্ভে দশ মাস 
ভুল কোনটা 
মানুষের বুকে আটকে থাকা পচা আত্মশ্লাঘা মনুষত্ব। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...