Thursday, September 24, 2015

অসুখী নাগরিক

অসুখী নাগরিক
......................ঋষি
===============================================
সুখী দেশের খুনির মতন
আমার শক্ত চোয়াল জুড়ে শুধু গড়িয়ে নামা  রক্ত।
বুলেটের প্রয়োজন নেই ,প্রয়োজন নেই কোনো নামী অস্ত্রের
এর  নাম পৃথিবী।
সুখী দেশের অসুখী নাগরিকদের  খুব ছোট দেশ
আরো ছোটো  দেশজ মনের রোগের নাম বাঁচা।

অসুখ আর নিম্নকোটির মুখগুলো সব ব্রণময়
আজকাল আমার ঈশ্বরকে দেখতে ইচ্ছে হয়।
নগ্ন শরীরে ঈশ্বর ভিক্ষুকের মতন দাঁড়াক
শরীরটা যেন বেশ্যার মতন বিকোয়।
মানুষের রক্তাক্ত যোনির  মতন জন্ম হোক যন্ত্রণা সেখানে
বেঁচে থাকা রোজ।
বেঁচে থাকা রোগ
কোনো অকুতভয় যুবকের বুকে জ্বলতে থাকা আগুন কর্মহীনতা।
কোনো মায়ের বুকের সন্তান হারাবার  বেদনা
কোনো নারীর বুকে না বলা কথা।
ঈশ্বর বুঝুক  রাস্তার পুরনো গ্রামাফোনে
রঙচটা শহরের কার্নিশভাঙ্গা বাড়িগুলোর মতন
একলা থাকার শোকে ।

সুখী দেশের খুনির মতন
আমার চোয়াল জুড়ে গড়িয়ে নামা খুনের রক্ত।
খুন করতে ইচ্ছে হয় একটা ভন্ড ,স্বার্থপর মুখোশকে
একটা গোটা  দেশের নগ্নতাকে নগ্ন করতে ইচ্ছে হয়।
ঈশ্বর বিকোচ্ছে ,বিকোচ্ছে  ভাবনা ,বিকোচ্ছে  চেতনা
আমার খুনি মস্তিষ্কের   নিউরনে মৃত শব। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...