Thursday, September 17, 2015

সত্যি বলতে নেই

সত্যি বলতে নেই
................... ঋষি
===========================================
সত্যি বলতে নেই
সমাজের ডিকসানারিটা  হাতের পুতুল অন্ধকারের মিশে।
সমস্ত ক্লোস্ড ফায়ারে যে গুলিবর্ষণ
তার ক্লাইমেক্সে বন্ধুক  ওয়ালার কাছে ঈশ্বরের অর্ডার থাকে।
অর্ডার ,অর্ডার ,অর্ডার
হে ঈশ্বর তোমার লাইব্রেরিতে কি শান্তির বই নেই।

আইনের চোখ বাঁধা গান্ধারীর মতন
শত সন্তানের জননী হেলে দাঁড়িয়ে আছেন অন্ধকারের গায়ে।
গুলি চলছে ,প্রকাশ্যে লাঠিচার্জ ,কাঁদানে গ্যাস
আর প্রতিবাদ !!!!
ঠুনকো জগন্নাথের মতন কাঁচের সমাজ
মোমবাতি মিছিল ,রাস্তা জ্যাম ,শহর বন্ধ।
অন্ধকার আর অন্ধকার
আমার হাসি পাই আজকাল প্রতিবাদের নামে।
এই সব স্বার্থন্বেষী প্রতিবাদে সত্যি থাকে বটে  বেশ্যার মতন
তবে সেটা দিনান্তে ঢুকে যায় বিক্রি যোনিতে মনুষত্বের নামে।

সত্যি বলতে নেই
তবে তুমি শহর ছাড়া হবে ঈশ্বরের দাদাগিরিতে।
কিংবা ঢুকে যেতে পারে তোমারও বুকে মৃত্যুর বুলেট
তাই ক্লাইমেক্সে  ঈশ্বরের বন্দুকের নলে আমাদের দেওয়ালে পিঠ।
সময় কাটছে ,যেমন কাটে
আর আমরা সেই বেশ্যার মতন পাঁচিলে ভর দিয়ে দাঁড়িয়ে সর্বত্র।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...