Thursday, September 24, 2015

অনন্য বনলতা

অনন্য বনলতা
............... ঋষি
================================================
নিজস্ব সেল্ফিকে যদি বলো
সখী  ভালোবাসা  করে কয়।
আসলে জীবন যে একা থাকার ভয়
বিনিময়।
ধ্রিমি তালে এগিয়ে যাওয়া মৃত্যুর  পরম্পরা
সম্পর্ক জন্মের নামে ।

এ  কি দৃশ্য দেখি বন্য ,,এ  যে অন্য ,,এ অনন্য
মুগ্ধ কবিতার মতন কালো চুলের স্বপ্ন।
ঠোঁটে  লাগানো লিপস্টিকে লাল শব্দের মিশ্রনে তৈরী  পাগলপারা
ঘুম আসছে না আজ।
ক্রিং ক্রিং মুঠোফোন বাজলো
কে যেন ,সে যেন ,স্বপ্ন পরী।
ওড়া উড়ি
ভাঙ্গা বাউলের সুরে সেই পপুলার রিমেকের গান।
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।

নিজের সেল্ফিকে যদি বলো
সখী ভাবনা কাহারে বলে।
আমার আঙ্গুলের টাইপের  স্পিডে দুরন্ত ঝড়
কবিতা আসছে বনলতা সেন নিজস্ব ভঙ্গিমায়।
জীবনানন্দ ক্লোস্ড ক্যামেরায় ভাবছেন
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...