Sunday, September 13, 2015

কাঁদছে সময়

কাঁদছে সময়
............... ঋষি
===========================================
সৃষ্টি থেকে  শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
সাক্ষী রয়ে ইতিহাসের,ধর্মগ্রন্থের অন্তরিত জানাগুলো।
রামায়ন ,মহাভারত ,বাইবেল ,কোরান
 প্রশ্ন কোথাই রক্ত নেই।
আসলে সময় বদলায় ,বদলায় না রক্তের রং
ইতিহাস বদলায় ,বদল নেই সভ্যতার।

সীতা কেঁদেছিল,দ্রোপদী চিত্কার করেছিল কুরুসভায়
আজও  সীতারা কাঁদছে, ,
আজও দ্রোপদীর চিত্কার থামে নি।
রাবণ মরে গেছে ,মরে গেছে দুর্যোধন
অথচ রাবণ  বেঁচে আছে ,বেঁচে আছে  দুর্যোধন।
আজও কাঁদে স্বামীহারা ,সন্তানহারা ,সম্মানহারা আমার সভ্যতা
কাঁদে  আশ্রয় ,কাঁদে খিদে ,কাঁদে শৈশব ,কাঁদে অকাল শ্রাবন  ,
কাঁদছে মানুষ আজও  সময়ের নিসঙ্গতায়।

কারণ রাবণ মরে গেছে ,মরে গেছে রাম
কারণ কুরুক্ষেত্র হয়ে গেছে ,হয়ে গেছে পলাশী।
অথচ বদল কিছু হয় নি
রয়ে গেছে মীরজাফর ,রয়ে গেছে অবিশ্বাস।
বিশ্বাসের মৃত্যু বারংবার ,বিশ্বাস ঘাতকের মৃত্যু নেই
মৃত্যু শুধু  অন্তরের লোকানো হলাহলের।
জন্ম নিচ্ছে নবরূপে রাবণ ,তৈমুর ,মীরজাফর
ষড়যন্ত্রীরা বেঁচে আছে ,বেঁচে আছে নির্যাতন।

সৃষ্টি থেকে  শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
রক্ত ঝরছে কাঁটা তারে ,রক্ত ঝরছে বুকের মাঝে।
চিরে যাচ্ছে সভ্যতা ,চিরে যাচ্ছে এ সময়
প্যালেষ্টাইন ,ইরাক  ,দগ্ধ আমাদের কাশ্মীর।
সময় বদলাচ্ছে ,বদলাচ্ছে রূপ আরো কৃত্রিম রঙে
মানুষ বদলাচ্ছে ,অথচ এ রঙে শান্তি নেই।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...