Thursday, September 24, 2015

তুমি জানো

তুমি জানো
.............. ঋষি
========================================
তুমি ঠিক বলেছো
ওরা  জানে না প্রেম কাকে বলে।
সুতোগুলো জুড়ে দিয়ে গিঁট বাঁধি
স্নায়ুগুলো  জুড়ে শুধু তুমি আর তুমি।
মেঘমল্লারে ভীমসেনের  তাল
অদ্ভূত  গম্ভীর সমুদ্রের মতন।

নিরুদ্রপ  বিকেলের রকে  বসে বিন্দাস মেয়ে দেখা
স্কুল ছুটি রাস্তায় সাইকেলের ক্রিং ক্রিং।
ভালো লাগে তুমি হাসলে
ভালো লাগে তুমি গাইলে।
খোলা চুলে  রবিঠাকুরের গান
 ফাগুন হাওয়ায়  হাওয়ায়  করেছি যে দান।
বা দিকে ঠোঁটে তোমার গড়িয়ে যাওয়া বিকেল
আমার হৃদয়ে  রৌদ্র বোবা তৃষ্ণা।
সারা ফুটপাথ জুড়ে ,
সারা শহর জুড়ে আসন্ন শীতের ওম।
আমার বাহু  ঘেঁষা তুমি ঠোঁটের নোনতায়
একে কি প্রেম বলে।

সময় চলে গেছে
শোনা যায়  চামড়ার ভাঁজে ডুগডুগি।
সুতোর গিঁটগুলো কখন যেন পেঁচিয়ে একসার
স্নায়ুমন্ডল জুড়ে  আজও তুমি তুমি।
একেই তো প্রেম বলে
সময়ের সাথে না ফরোনো চুপচাপ ফিসফিস। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...