Wednesday, September 23, 2015

কবিতার জন্য

কবিতার জন্য
................ ঋষি
=============================================
এখান থেকে শব্দ তৈরী হয়
শব্দের সাজঘরে সাজ ,সাজরব।
যুদ্ধের হুইসেলে রোজকার বেঁচে ফেরা
বাজারী ফর্দে জীবন পঞ্জিকায় বাঁচার কারণ।
সবটাই ট্রামে ,বাসে ,রিক্সায়
লুটোপুটি খায় প্রেমিকা রৌদ্রের মতন।

আমি পুড়তে ভালোবাসি
আর ভিতর ভিতর তোমাকে পোড়াতে আরো বেশি।
সব শব্দরা যখন জ্বলন্ত লাভার মতন আমার রুক্ষ বুকে মুখ ঘষে
জন্ম নেয় প্রেম।
এক সোহাগী উষ্ণতা তোমার মতন
কবিতা।

আমি জানি তুমি কোনো নারীর মতন তরল
তোমার নেশার চোখে লেগে আছে হাজার স্বপ্ন পথিকের।
তোমার নাভির থেকে জন্ম নেওয়া পুজোর ফুল
কোনো ঈশ্বরের আরতিতে ,
পবিত্রতা।
নিসংকোচে বলতে পারি ভালোবাসি তোমায়।

এখান থেকে শব্দ তৈরী হয়
শব্দগুলো কখনো যন্ত্রণার ,কখনো আনন্দের ,কখনো জীবনের।
অথচ তোমায় ছাড়া অন্ধকার চারিধার
আমি দু হাতে আগলাতে থাকি তোমায়।
আসলে বাঁচতে চাই
তোমার গভীরে কবিতা।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...