Sunday, September 13, 2015

হ্যাপী এন্ডিং

হ্যাপী এন্ডিং
.............. ঋষি
==========================================
নতুন করে লেখার কি আছে
জীবন থেকে জড়িত সকল মুখের মাঝে,
তোমার মুখটা আমার জীবন।
বুকের জানলা খুলে উঁকি মারা বিশাল আকাশটা
যেখানে স্বপ্নদের সাথে আশাদের ভিড় ,
তাতে আলাদা করে বলার কি আছে আমার তুমি।

সেই যে
সেই সন্ধ্যার গঙ্গার মিষ্টি হাওয়ায় আমাদের চুমু ক্লাস।
ভারতীয় ,রোমান ,ফরাসী কত পদ্ধতি
সবটা একই আছে বুকের ডিকসনারিতে ভাবনার আয়োজনে।
শুধু স্তব্ধতা গুলো তোমার ঘিরে আসছে
আসলে কি জানো।
জীবন তো আর কোনো চলচিত্রের মতন না
অস্বাবাভিক কল্পনার সাথে স্বপ্নের রংতুলি।
যেখানে হিরো ,হিরোইন আছে ,আছে ভিলেন
আছে ক্লোস্ট রোমানস্।
আসলে জীবন চর্বিত চর্বনের নাম
একটা না পড়া বইয়ের ইচ্ছের মতন।

নতুন করে লেখার কি আছে
বুক ভাঙ্গা প্রেমিকের আঁশটে গন্ধ ,অসমাপ্ত কবিতা।
শেষ না হওয়া কেচ্ছা কাহিনী পরে আপসেট হওয়ার কি আছে
জীবন্ত চলন্ত ট্রেনের বগিতে বসে বদলানো সময়।
সময় যে পিছনে সরতে থাকে আর সামনে
তোমার না বদলানো মুক ,হ্যাপী এন্ডিং। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...